রেলওয়ের মেডিকেলে ৭ কোটি টাকা অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৩, ১৯:৪০
রেলওয়ের মেডিকেলে ৭ কোটি টাকা অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল রাজশাহীর আওতাধীন হাসপাতালসমূহের বিভিন্ন উপকরণ ক্রয়ে ৭ কোটি টাকা অনিয়মের অভিযোগে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন (দুদক)।


১৫ জানুয়ারি, রবিবার দুদক সমন্বিত জেলা কার্যালয়, রাজশাহীর ৩ সদস্যের সমন্বয়ে গঠিত একটি এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করেন।


অভিযানের উদ্দেশ্যে দুদকের এনফোর্সমেন্ট টিমটি বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল এর সদর দফতর এবং বাংলাদেশ রেলওয়ে হাসপাতাল পশ্চিমাঞ্চল রাজশাহী পরিদর্শন করে। পরিদর্শনকালে মহাব্যবস্থাপক (পশ্চিম) অসীম কুমার তালুকদার এবং বিভাগীয় মেডিকেল অফিসার (চলতি দায়িত্ব) ডা. এস এম মারুফুল আলম এর সাথে অভিযোগ সংশ্লিষ্ট বিষয়ে কথা বলেন।


অভিযানকালে দুদক টিম অভিযোগ সংশ্লিষ্ট ক্রয় সংক্রান্ত কিছু রেকর্ডপত্র সংগ্রহ করে। অভিযোগ সংশ্লিষ্ট সকল রেকর্ডপত্র পর্যালোচনা করে কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে বলে।


বিবার্তা/সানজিদা/জামাল


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com