সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের নতুন চেয়ারম্যান বিচারপতি নাইমা হায়দার
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৩, ১৬:৪২
সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের নতুন চেয়ারম্যান বিচারপতি নাইমা হায়দার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের নতুন চেয়ারম্যান হয়েছেন বিচারপতি নাইমা হায়দার। বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম আপিল বিভাগে নিয়োগ পাওয়ার পর তাকে এই পদে নিযুক্ত করা হয়।


১২ জানুয়ারি, বৃহস্পতিবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী তাকে লিগ্যাল এইডের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করেন। আপিল বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।


বিচারপতি নাইমা হায়দার বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি বদরুল হায়দার চৌধুরীর মেয়ে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে পড়াশোনা করেছেন।


১৯৮৯ সালে জেলা আদালতে আইন পেশায় যোগ দেন এই বিচারপতি। ১৯৯৩ সালে হাইকোর্টে আইনজীবী ও ২০০৪ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৯ সালের ৬ জুন তিনি হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিযুক্ত হন। আর ২০১১ সালের ৬ জুন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান। বিচারপতি নাইমা হায়দার অসংখ্য আলোচিত রায় দিয়ে সুনাম কুড়িয়েছেন।


নাঈমা হায়দারের আগে এই পদে দায়িত্ব পালন করেছেন বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম। যিনি আপিল বিভাগের বিচারপতি হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন।


বিবার্তা/রিয়াদ/জামাল

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com