কাশিমপুর কারাগারে বিভিন্ন সুবিধার দাবিতে বন্দিদের অনশন
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৩, ২০:০০
কাশিমপুর কারাগারে বিভিন্ন সুবিধার দাবিতে বন্দিদের অনশন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের হাই সিকিউরিটি (পার্ট-৪)-এর বন্দিরা শীতবস্ত্রসহ বেশ কয়েকটি দাবিতে অনশন করছে। সকাল থেকে ওই কারাগারের ভেতরেই প্রায় ২০০ বন্দি এ অনশনে অংশ গ্রহণ করে।


শনিবার (৭ জানুয়ারি) সকালে তারা কারাগারের ভেতরে অনশন করেন।


কারাগার সূত্রে জানা গেছে, কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দী কিছু সংখ্যক জঙ্গি সদস্য নিজেদের চাহিদা মতো কম্বল, স্বজনদের সঙ্গে প্রতি সপ্তাহে একদিন সাক্ষাৎ ও ফোনে কথা বলা এবং বাইরে ঘোরাফেরার সুবিধা দাবি করেন। কিন্তু কারা কর্তৃপক্ষ এতে রাজি না হওয়ায় তারা শনিবার সকালে অনশন শুরু করেন। তবে সাধারণ কোনো বন্দী এতে অংশ নেয়নি।


কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেল সুপার সুব্রত কুমার বালা বলেন, জঙ্গি-সন্ত্রাসীরা এই কারাগারের একটি ভবনে রয়েছে। ২৪ ঘণ্টা তাদের লকআপে থাকার কথা। তারপরও তারা ভবনের বারান্দা পর্যন্ত চলাচল করতে পারে। কিন্তু তারা কারা চত্বরের ভেতরে সাধারণ বন্দীদের মতো ঘোরাঘুরি করতে চায় ও একসঙ্গে মিশতে চায়। এছাড়া বাইরে থেকে স্বজনদের সরবরাহ করা বিদেশি কম্বল, প্রতি সপ্তাহে স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও ফোনে কথা বলাসহ নানা দাবি তোলে। শীত বেশি হওয়ায় কম্বলের সংখ্যা বাড়ালেও তাদের দাবি সরকারি কম্বলে নাকি তাদের গা চুলকায়। এসব নানা দাবি তুলে শনিবার সকাল ১০টার দিকে কতিপয় জঙ্গি ও সন্ত্রাসী বন্দী অনশন শুরু করে।


তিনি বলেন, কারাগারের নিয়ম অনুযায়ী বন্দীদের সব সুবিধা দেওয়া হয়। কারা বিধির বাইরে বন্দিদের জন্য কোনো কিছু করার নিয়ম বা সুযোগ নেই। জঙ্গি সদস্যদের তাদের ইচ্ছা মতো চলতে দিলে যে কোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে। পরে বিষয়টি তাদের বুঝিয়ে শান্ত করা হয় এবং তারা সকলেই নাস্তা গ্রহণ করে। তবে সাধারণ কোনো বন্দি এতে অংশ নেয়নি।


বিবার্তা/রিয়াদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com