শিরোনাম
শিল্প মন্ত্রণালয়ে ২০ জনকে চাকরি
প্রকাশ : ১৮ মে ২০১৭, ২১:৩৬
শিল্প মন্ত্রণালয়ে ২০ জনকে চাকরি
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

শিল্প মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন ক্ষুদ্র, মাইক্রো ও কুটির শিল্প ফাউন্ডেশন (এসএমসিআইএফ)। ফাউন্ডেশনের জেলা কার্যালয়গুলোয় ‘ঋণ তত্ত্বাবধায়ক’ পদে ২০ জন প্রকৃত বাংলাদেশি নাগরিককে নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা আগামী ৪ জুন পর্যন্ত আবেদন করতে পারবে।


শিক্ষাগত যোগ্যতা: যেকোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণিতে (বা সমমানের ফল) স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।


বয়স: আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। পাশাপাশি মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।


বেতন: নিয়োগপ্রাপ্তদের প্রতি মাসে ১১ হাজার ৩০০ থেকে ২৭ হাজার ৩০০ টাকা পর্যন্ত বেতন দেয়া হবে।


আবেদন প্রক্রিয়া: বিজ্ঞপ্তিতে উল্লেখিত নিয়ম অনুসরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র ডাকযোগে বা সরাসরি পাঠাতে হবে। আবেদন করার ঠিকানা ‘নির্বাহী পরিচালক, ক্ষুদ্র, মাইক্রো ও কুটির শিল্প ফাউন্ডেশন (এসএমসিআইএফ), মালেক ম্যানশন (নবম তলা), ১২৮ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০’।


বিবার্তা/প্লাবন


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com