অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে ব্র্যাক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৩, ০৯:৩৪
অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে ব্র্যাক
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিশ্বের অন্যতম বড় এনজিও সংস্থা ব্র্যাক সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের আল্ট্রা পুওর গ্রাজুয়েশন প্রোগ্রামের অধীনে বড়সড় লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অভিজ্ঞতা ছাড়াই ব্র্যাকে চাকরির আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে অনলাইনে।


পদের নাম: কর্মসূচি সংগঠক, ইউপিজি।
পদের সংখ্যা: নির্ধারিত না। তবে দেশের বিভিন্ন জায়গায় অবস্থিত ব্র্যাকের মাঠ কার্যালয়ে নিয়োগ দেওয়া হবে।


আবেদন যোগ্যতা: যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক পাস করতে হবে।


সদস্য ফলোআপের মাধ্যমে সদস্য’র সার্বিক অবস্থা পর্যালোচনা সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে পারদর্শী হতে হবে। বিভিন্ন ডকুমেন্ট সঠিকভাবে পূরণ ও সংরক্ষণ করা এবং এমআইএস প্রতিবেদন তৈরি করতে জানতে হবে। সংস্থার সকল নিয়ম কানুন ও মূল্যবোধ যথাযথভাবে মেনে চলতে হবে।


বেতন ও সুযোগ সুবিধা: বেতন প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে। এছাড়া উৎসব ভাতা, মাতৃত্ব/পিতৃত্বকালীন ছুটি, আনুতোষিক, প্রদায়ক ভবিষ্যনিধি, স্বাস্থ্য এবং জীবনবীমা ও অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে।


আবেদন যেভাবে করবেন: আগ্রহীদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আবেদন করতে ক্লিক করুন এখানে।


আবেদনের শেষ তারিখ: ২৪ জানুয়ারি, ২০২৩।


বিবার্তা/বিএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com