সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানকে জড়িয়ে ট্রাম্প-মোদির বিবৃতি, ক্ষুব্ধ ইসলামাবাদ
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০২
সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানকে জড়িয়ে ট্রাম্প-মোদির বিবৃতি, ক্ষুব্ধ ইসলামাবাদ
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হয়েছে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি)। পরে যৌথ বিবৃতি দিয়েছেন দুই নেতা, যেখানে সন্ত্রাসবাদ দমনে পাকিস্তানের ব্যর্থতা নিয়ে সমালোচনা করেছেন তারা।


ট্রাম্প-মোদির এই বিবৃতির কয়েক ঘণ্টা পরই ক্ষোভ প্রকাশ করে পাল্টা বিবৃতি দিয়েছে ইসলামাবাদ।


শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকাত আলি খান বলেন, ‘এ ধরনের বিবৃতিতে পাকিস্তান বিস্মিত। সন্ত্রাসবাদ দমনে পাকিস্তান যে আত্মত্যাগ করেছে, তাকে গুরুত্বই দেওয়া হচ্ছে না।’


ট্রাম্প-মোদির যৌথ বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসবাদ দমনের জন্য চেষ্টা করতে হবে পাকিস্তানকে। তাদের মাটি ব্যবহার করে যাতে সীমান্তে সন্ত্রাসবাদী হামলা কেউ চালাতে না পারে–পাকিস্তানকেই তা নিশ্চিত করতে হবে।


এ ব্যাপারে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, ট্রাম্প-মোদির বিবৃতি ‘একতরফা এবং বিভ্রান্তিকর’। এ ধরনের মন্তব্য ‘কূটনৈতিক নিয়মের পরিপন্থি’।


পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদদ দেওয়ার অভিযোগ নিয়মিতই করে থাকে ভারত। ট্রাম্পের সঙ্গে মোদির বৈঠকের পর দেওয়া যৌথ বিবৃতিতে আরও একবার স্পষ্ট ব্যাপারটি।


এদিকে মোদির সঙ্গে বৈঠকের পরেই ২৬/১১ মুম্বাই হামলার অন্যতম অভিযুক্ত তাহাউর রানাকে ভারতের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত জানান ট্রাম্প। তিনি বলেন, ‘বিশ্বের অন্যতম শত্রু, যিনি ২০০৮ সালে মুম্বাই হামলায় জড়িত, তাকে বিচারের সম্মুখীন হওয়ার জন্য ভারতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’


তাহাউর রানা পাকিস্তানি বংশোদ্ভূত কানাডার নাগরিক। বর্তমানে ক্যালিফোর্নিয়ার জেলে বন্দি তিনি। কিছুদিন আগে তাকে ভারতে প্রত্যর্পণে সায় দিয়েছিল মার্কিন আদালত। তাহাউর সম্পর্কে ট্রাম্পের সিদ্ধান্ত ঘোষণার পরই সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানকে বার্তা দিল দুই দেশ।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com