দামেস্কের ঐতিহাসিক উমাইয়া মসজিদে শুক্রবার (১০ জানুয়ারি) পদদলিত হয়ে চারজন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা (সানা) এই খবর জানিয়েছে। নাগরিক প্রতিরক্ষা বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, পাঁচশিশু গুরুতরভাবে আহত হয়েছে।
দামেস্কের গভর্নর মাহের মারওয়ান সানাকে বলেন, কর্তৃপক্ষ ঘটনার কারণ নির্ণয় করার চেষ্টা করছে এবং দায়ীদের জবাবদিহি করবে।
এ ছাড়া সানা তার বরাত দিয়ে আরো জানিয়েছে, ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় তা নিশ্চিত করার জন্য আমরা জরুরি ব্যবস্থা গ্রহণের জন্য কাজ করছি।
দেশটির সিভিল ডিফেন্স এক বিবৃতিতে বলেছে, পাঁচ শিশু গুরুতর আহত হয়েছে। তাদের পাঁজরের হাড় ভেঙে গেছে এবং অজ্ঞান হয়ে গেছে। কীভাবে এ দুর্ঘটনা ঘটল সেটি খুঁজে বের করার চেষ্টা করছে স্থানীয় কর্তৃপক্ষ।
রাজধানী দামেস্কের গভর্নর মাহের মারওয়ান বলেছেন, এ ঘটনায় কারো গাফিলতি প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বার্তাসংস্থা এএফপির এক ফটো সাংবাদিক বলেছেন, যেখানে পদদলনের ঘটনা ঘটেছে, সেখানে বিনামূল্যে খাবার বিতরণ করা হচ্ছিল। খাবার নিতে অনেক মানুষ জড়ো হয়েছিলেন।
স্থানীয় সংবাদমাধ্যম আল ওয়াতান জানিয়েছে, সামাজিক মাধ্যমের তারকা ও ইউটিউবার আবু ওমর সেখানে খাবার বিতরণ করতে গিয়েছিলেন।
তিনি এর আগে ইউটিউবে খাবার প্রস্তুতের একটি ভিডিও প্রকাশ করেন। গত ৮ ডিসেম্বর স্বৈরশাসক বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করে ইসলামপন্থী দল হায়াত তাহরির আল শাম। এরপর দেশটিতে দীর্ঘ ১৩ বছরের গৃহযুদ্ধের অবসান হয়।
সূত্র: রয়টার্স, আরব নিউজ
বিবার্তা/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]