
আফ্রিকার দেশ উগান্ডায় একটি শরণার্থী শিবিরে প্রার্থনার সময় বজ্রপাতে ১৪ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এছাড়া আহত হয়েছে আরও কমপক্ষে ৩৪ জন।
রোববার (৩ নভেম্বর) দেশটির পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে। এর আগে শনিবার (২ নভেম্বর) উত্তর উগান্ডার লামও জেলায় এ বজ্রপাতের ঘটনা ঘটে।
উগান্ডার পুলিশের মুখপাত্র কিতুমা রুসোকে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, শনিবার বিকাল ৫টার দিকে প্রার্থনার জন্য সমবেত হওয়ার সময় বৃষ্টি শুরু হয় এবং ৫টা ৩০ মিনিটে বজ্রপাত হয়।
সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বজ্রপাতের ঘটনাটি উত্তর উগান্ডার লামও জেলার পালাবেক শরণার্থী শিবিরে ঘটেছে। যা দক্ষিণ সুদানের সীমান্তের কাছাকাছি উগান্ডার ভূখণ্ডে অবস্থিত।
শিবিরটিতে প্রায় ৮০ হাজার শরণার্থী রয়েছেন। যাদের বেশিরভাগই দক্ষিণ সুদান থেকে এসেছেন বলে লামও জেলা কর্তৃপক্ষ জানিয়েছে।
দক্ষিণ সুদান ২০২০ সালে আনুষ্ঠানিকভাবে তাদের গৃহযুদ্ধ শেষ করলেও দেশটিতে অস্থিতিশীলতা এখনও অব্যাহত।
আফ্রিকার মধ্যাঞ্চলে বজ্রপাতের ঘটনা বিশেষভাবে সাধারণ। মাঝে মধ্যেই উগান্ডায় এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটে আসছে। ২০২০ সালে উত্তর-পশ্চিম উগান্ডায় বজ্রপাতে ১০ শিশু নিহত হয়।
এছাড়া ২০১১ সালে আরও একটি ঘটনায় ১৮ শিশু এবং তাদের শিক্ষক বজ্রপাতের শিকার হন বলে বিবিসির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]