
রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপ-চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট যদি রুশ-ইউক্রেন সংঘাত জিইয়ে রাখার পদক্ষেপ অব্যাহত রাখেন, তবে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোনোর ঝুঁকি বাড়বে।
২ অক্টোবর, শনিবার এক সাক্ষাৎকারে তিনি বলেন, পরবর্তী মার্কিন নেতা যদি রাশিয়া-ইউক্রেন সংঘাতে আরও আগুন ঢালতে থাকেন, তাহলে তা একটি ভয়াবহ ভুল হবে।
তিনি ডোনাল্ড ট্রাম্প এবং কমলা হ্যারিস উভয়কেই সতর্ক করে দিয়ে বলেন, যে এই যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেবে, সে অত্যন্ত গুরুতর ভুল করবে। এটি আমাদের তৃতীয় বিশ্বযুদ্ধের পথে নিয়ে যাবে।
সাবেক এই রুশ প্রেসিডেন্ট আরও বলেন, মার্কিন ‘ডিপ স্টেট’ বা প্রশাসনিক প্রভাবশালী শক্তিও বিশ্বযুদ্ধ চায় না। কারণ যদি পৃথিবী অচল হয়ে পড়ে, তবে তারাও টিকে থাকতে পারবে না।
তিনি এ সময় মার্কিন অভিজাতদের উদ্দেশ্য করে বলেন, ‘তারা যদি মনে করে রাশিয়া তার নিজস্ব নিরাপত্তার স্বার্থে পারমাণবিক অস্ত্র ব্যবহার থেকে বিরত থাকবে, তবে তারা মস্ত বড় ভুলের মধ্যে বাস করছে’। সূত্র: তাস
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]