
শ্রীনগরের খয়নার ও অনন্তনাগে গেরিলারা আত্মগোপন করে আছে এই খবর পাওয়ার পর সেখানে যৌথবাহিনী চিরুনি তল্লাশি অভিযান শুরু করে।
শনিবার (০২ নভেম্বর) নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত দুইজন গেরিলা নিহত হয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, নিরাপত্তা বাহিনী সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করার পর এই সংঘর্ষ শুরু হয়। এর আগে সকালে শ্রীনগরের খায়নার এলাকায় পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর অভিযানের সময় অপর একটি সংঘর্ষের ঘটনা ঘটে।
এই অভিযানের একদিন আগে দুই অভিবাসী শ্রমিকের ওপর হামলা হয়। তখন উত্তরপ্রদেশের দুই বাসিন্দা বুদগামে গুলিবিদ্ধ হন। ভারতীয় গণমাধ্যম বলছে, গত দুই সপ্তাহে কাশ্মীর উপত্যকায় অভিবাসীদের ওপর এই ধরনের হামলা হয়েছে চারবার। সর্বাধিক প্রাণঘাতী হামলাটি ঘটে ২০ অক্টোবর। সেদিন একটি নির্মাণমাধীন সাইটে হামলায় অন্তত সাতজন নিহত হন। তাদের মধ্যে শাহনাওয়াজ নামে বুদগামের একজন চিকিৎসক এবং বিহারের দুই শ্রমিকও ছিলেন।
জাতীয় কনফারেন্সের প্রধান ফারুক আবদুল্লাহর ছেলে গত মাসে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসেবে পদগ্রহণ কড়া ওমর আবদুল্লাহ এই ঘটনার পর বলেছেন, সন্ত্রাসী হামলার মাত্রা বৃদ্ধি নতুন গঠিত সরকারকে অস্থিতিশীল করার উদ্দেশে হতে পারে। তিনি এসব ঘটনার একটি স্বাধীন তদন্তের দাবিও জানিয়েছেন।
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]