রেমালের তাণ্ডবে পশ্চিমবঙ্গে মৃতের সংখ্যা বেড়ে ৬
প্রকাশ : ২৮ মে ২০২৪, ১১:৫৯
রেমালের তাণ্ডবে পশ্চিমবঙ্গে মৃতের সংখ্যা বেড়ে ৬
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে ভারতের পশ্চিমবঙ্গে মৃতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। এছাড়াও টানা বৃষ্টিতে তলিয়ে গেছে কলকাতার বিভিন্ন এলাকা। আগামী বুধবার (২৯ মে) পর্যন্ত মালদা ও দক্ষিণ দিনাজপুরসহ ৭ জেলায় ভারি বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে।


এর আগে রবিবার পশ্চিমবঙ্গে আঘাত হানে ঘূর্ণিঝড় রেমাল। রাতভর ঝড়ের পর সোমবার রেমালের শক্তি অনেকটা কমলেও দিনভর ঝোড়ো হাওয়ার সঙ্গে ছিল বৃষ্টি।


স্থানীয় গণমাধ্যম জানায়, বৃষ্টির কারণে কলকাতার সেন্ট্রাল অ্যাভিনিউ, পার্ক সার্কাস, কলেজ স্ট্রিট, উল্টোডাঙ্গা, বালিগঞ্জ, ঢাকুরিয়া, শ্যামবাজার ও বড় বাজারের বিস্তীর্ণ এলাকা ডুবে যায়। কলকাতা শহরের বাইরে হাওড়ার সালকিয়া, টিকিয়াপাড়া, লিলুয়ার বিভিন্ন এলাকাও পানিতে তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।


দিঘা, রামনগর থেকে খেজুরিসহ পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকায় রেমালের প্রভাবে কমবেশি ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। সোমবার বিকেলের পর দিঘায় সমুদ্র কিছুটা শান্ত হলেও আতঙ্কে রয়েছেন উপকূলবর্তী এলাকার বাসিন্দারা।


বুধবার পর্যন্ত মালদা ও দক্ষিণ দিনাজপুরসহ ৭ জেলায় ভারি বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com