
নেদারল্যান্ডসের নাইটক্লাবের জিম্মি ঘটনার অবসান হয়েছে। পেট্টিকোট নাইটক্লাব থেকে বালাক্লাভা টুপি পরা এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
এর আগে, নেদারল্যান্ডসের ইদে শহরের একটি ভবনে অবস্থিত নাইটক্লাবে বেশ কয়েকজনকে জিম্মি করে রাখে এক অস্ত্রধারী ব্যক্তি।
৩০ মার্চ, শনিবার এক প্রতিবেদনে দ্য গার্ডিয়ান জানায়, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য নিয়ে শহরের পেট্টিকোট বার এবং নাইটক্লাবে কয়েকজনকে জিম্মি করে ওই সশস্ত্র ব্যক্তি।
পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, শেষ জিম্মি ব্যক্তিকেও উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজন আটক হয়েছে। তবে এই মুহূর্তে এর বেশি কোন তথ্য দিতে অপারগ বলে জানিয়েছে পুলিশ।
ঘটনাস্থলে থাকা সাংবাদিকরা জানান, একজন ব্যক্তি পেট্টিকোট নাইটক্লাব থেকে উপরে হাত তোলা অবস্থায় বাইরে বেরিয়ে আসেন এবং তাকে পুলিশের গাড়িতে তোলা হয়।
এর আগে পুলিশ সামাজিকমাধ্যমে জানিয়েছিল, জিম্মি পরিস্থিতি মোকাবেলায় ঘটনাস্থলে বেশ কয়েকটি বিশেষ ইউনিট মোতায়েন করা হয়। ঘটনার সময় শহরের প্রায় ১৫০টি বাড়ি খালি করা হয়।সূত্র: দ্য গার্ডিয়ান
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]