
সম্পদ বাজেয়াপ্তের শঙ্কা থেকে বেঁচে গেলেন যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনের প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আদালতের নির্দেশে ৪৬ কোটির বদলে আপাতত তাকে দিতে হবে ১৭ কোটি ডলারের বন্ড। বিপুল অঙ্কের বন্ড জমা দেওয়ার সময়সীমা শেষ হওয়ার আগ মুহূর্তে আদালতের এই নির্দেশে স্বস্তির নিঃশ্বাস ফেললেন ট্রাম্প।
সোমবার (২৫ মার্চ) নিউইয়র্কের আদালত জানিয়েছে, আগামী ১০ দিনের মধ্যে আপাতত ১৭ কোটি ৫০ লাখ ডলারের বন্ড জমা দিতে হবে।
ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, ঋণ সুবিধা পেতে সম্পত্তির পরিমাণ দেখিয়েছেন অতিরঞ্জিত করে। এমনকি ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের দাতাদের কাছ থেকে ফান্ড তোলার সময় ভুল তথ্য দিয়েছেন। নিউইয়র্কের প্রতারণা মামলায় গত ফেব্রুয়ারিতে ট্রাম্পকে ৩৫ কোটি ৫০ লাখ ডলার জরিমানা করা হয়। সুদসহ তা দাঁড়ায় ৪৬ কোটি ৪০ লাখ ডলার।
এদিকে, পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসের সাথে সম্পর্কের তথ্য গোপনের জন্য ঘুষ দেয়ার মামলায় বিচার কার্যক্রম ১৫ এপ্রিল থেকে শুরু হবে বলে জানিয়েছে নিউইয়র্কের আদালত। এতে ফৌজদারি মামলায় বিচারের মুখোমুখি হওয়া একমাত্র সাবেক মার্কিন প্রেসিডেন্ট হতে যাচ্ছেন ট্রাম্প। আদালতের সিদ্ধান্তকে অন্যায় ও লজ্জাজনক বলেছেন তিনি। একে বাইডেনের পরিকল্পনায় নির্বাচনে হস্তক্ষেপের অপচেষ্টা বলেছেন সাবেক এই প্রেসিডেন্ট।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]