পাকিস্তানে নৌবাহিনীর বিমানঘাঁটিতে সন্ত্রাসী হামলা, ৫ হামলাকারীসহ নিহত ৬
প্রকাশ : ২৬ মার্চ ২০২৪, ১৫:৩১
পাকিস্তানে নৌবাহিনীর বিমানঘাঁটিতে সন্ত্রাসী হামলা, ৫ হামলাকারীসহ নিহত ৬
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

পাকিস্তানের নৌবাহিনীর একটি বিমানঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে। হামলায় অন্তত একজন আধাসামরিক সেনা নিহত হয়েছেন। এ ছাড়া নিরাপত্তা বাহিনীর সদস্যরা পাল্টা গুলি চালালে ৫ হামলাকারী নিহত হয় বলে কর্মকর্তারা জানিয়েছেন।


২৬ মার্চ, মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।


সোমবার (২৫ মার্চ) দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের তুরবত ঘাঁটিতে এই হামলার ঘটনা ঘটে।


প্রতিবেদনে বলা হয়েছে, সন্ত্রাসীরা পাকিস্তানের নৌবাহিনীর একটি বিমানঘাঁটিতে হামলা চালিয়ে অন্তত একজন আধাসামরিক সৈন্যকে হত্যা করেছে। অন্যদিকে, নিরাপত্তা বাহিনী পাল্টা গুলি চালিয়ে পাঁচ হামলাকারীকে হত্যা করেছে বলে কর্মকর্তারা বলেছেন।


সোমবার দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের তুরবত ঘাঁটিতে এই হামলার ঘটনা ঘটে। গত সপ্তাহে জাতিগত বেলুচ সন্ত্রাসীদের হামলার পর সামরিক স্থাপনায় এটি তাদের দ্বিতীয় হামলা।


প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, আমরা বিশাল ক্ষতি থেকে রক্ষা পেয়েছি। পাকিস্তান নৌবাহিনীর একজন মুখপাত্র বলেছেন, ঘাঁটিতে প্রবেশের চেষ্টার সময় পাঁচজন হামলাকারীকে হত্যা করা হয়েছে।


সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসীদের হামলায় একজন আধাসামরিক সৈন্যও নিহত হয়েছেন।


পাকিস্তানের বেলুচিস্তানে বেশ কয়েকটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী রয়েছে। এসব গোষ্ঠীর মধ্যে সবচেয়ে আলোচিত বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। এক বিবৃতিতে এই হামলার দায় স্বীকার করেছে বিএলএ। এছাড়া বিএলএ এর আগে এই অঞ্চলে এবং অন্যত্র পাকিস্তানি ও চীনা স্বার্থের বিরুদ্ধেও হামলার সঙ্গে জড়িত ছিল।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com