
ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রিও ডি জেনিরো ও এসপিরিতো সান্তোর মধ্যবর্তী স্থানে চলতি সপ্তাহের ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে।
সোমবার (২৫ মার্চ) কর্মকর্তারা জানিয়েছেন, ব্রাজিলের এসপিরিটো সান্তো রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে ১৯ জন, রিও ডি জেনেরিওতে আটজন নিহত হয়েছে। এখনও অন্তত ছয়জন নিখোঁজ রয়েছে এবং ৭ হাজারের বেশি লোক এসপিরিটো সান্তোতে তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা এর আগে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছিলেন এবং বলেছিলেন যে তার সরকার বন্যার ক্ষয়ক্ষতি রক্ষা, প্রতিরোধ ও মেরামত করতে স্থানীয় ও রাজ্য কর্তৃপক্ষের সাথে কাজ করছে।
রাজ্যের রাজধানী ভিটোরিয়া থেকে ৭৪ কিলোমিটার দক্ষিণে অবস্থিত গ্রামাঞ্চলীয় শহর মিমোসো দো সুলে এসপিরিতো সান্তো বৃষ্টিতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
নতুন করে ভূমিধসের ঝুঁকির কারণে উভয় রাজ্যে উদ্ধারকারী দলকে শুক্রবার রাতে তাদের কাজ বন্ধ রাখতে হয়েছিল। পরে শনিবার বিকাল থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু করা হয়।
ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলের মেয়র ও গভর্নররা সম্ভাব্য সমস্যার বিষয়ে বাসিন্দাদের সতর্ক করেছে।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]