
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে সোমবার আদালতে হাজির করার আদেশ দিয়েছিলেন ইসলামাবাদ জেলা ও দায়রা আদালত।
আদিয়ালা কারাগারের সুপারিন্টেন্ডেন্টকে অতিরিক্ত দায়রা জজ তাহির আব্বাস সুপ্রাওন এ আদেশ দিয়েছিলেন। তবে তা উপেক্ষা করেছেন ইমরান খান ও বুশরা বিবি।
আদালতের নির্দেশ সত্ত্বেও পিটিআই প্রতিষ্ঠাতা ভিডিও লিঙ্কেও হাজির হতে পারেননি এবং আদিয়ালা কারাগারের জেল সুপারিনটেনডেন্টও ভিডিও লিঙ্কের বিষয়টি নিশ্চিত করতে পারেননি।
এর ফলে আগামী ৪ এপ্রিল আবারো পিটিআই প্রতিষ্ঠাতাকে হাজির করতে আদিয়ালা কারাগারের জেল সুপারিন্টেন্ডেন্টকে নির্দেশ দিয়েছেন আদালত।
গত শুনানিতেও ইসলামাবাদের অতিরিক্ত জেলা ও দায়রা আদালত আদিয়ালা কারাগার কর্তৃপক্ষকে ভিডিও লিঙ্ক সিস্টেম ঠিক করতে এবং পিটিআই প্রতিষ্ঠাতাকে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছিল।
পাকিস্তানি গণমাধ্যমের মতে, বিচারপতি তাহির আব্বাস জামিনের আবেদনের শুনানি করেন এবং তাদের উভয়ের জন্য প্রোডাকশন অর্ডার জারি করেন। আদালতে উপস্থিত ছিলেন দলের আইনজীবী খালিদ ইউসুফ চৌধুরী। আদালত আদিয়ালা জেল সুপারকে ইমরান খানকে হাজির করার নির্দেশ দেন।
এর আগে, ইসলামাবাদের জেলা ও দায়রা আদালত পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর প্রতিষ্ঠাতা ইমরান খানকে তার বিরুদ্ধে দায়ের করা দুটি নৃশংসতার মামলা থেকে খালাস দিয়েছে, এআরওয়াই নিউজ জানিয়েছে। ইসলামাবাদে দলের লং মার্চ চলাকালীন ইমরান খানের বিরুদ্ধে লুহি ভির এবং সাহালা থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে। বিচারিক হাকিম আয়েশা কুন্দি উভয় মামলায় তাকে খালাস দেন।
আইনজীবীর সঙ্গে দেখা করতে পারবেন ইমরান
এদিকে, ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি) আদিয়ালা জেল সুপারকে নিরাপত্তা সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত ইমরান খান এবং তার আইনজীবীদের মধ্যে বৈঠকের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে। এআরওয়াই নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান খানের আইনজীবী বলেছেন যে নিরাপত্তা সমস্যার কারণে তাকে তার মক্কেলের সাথে দেখা করতে নিষেধ করা হয়েছিল। আমরা আপনাকে বলি যে ইমরান খান পদ ছাড়ার পর থেকে ১০০টিরও বেশি মামলার মুখোমুখি হয়েছেন। তোশাখানা, সিফার ও অবৈধ বিয়ের মামলায় দোষী সাব্যস্ত হয়ে আদিয়ালা বর্তমানে কারাগারে রয়েছেন।
২০ এপ্রিল আরেকটি মামলার শুনানি হবে
ইন্টারন্যাশনাল নিউজ জানিয়েছে যে অন্য একটি মামলায় স্থানীয় আদালত ইমরান খান এবং তার দলের নেতা শাহ মেহমুদ কুরেশির সামনে হাজির হওয়ার আদেশ জারি করেছে। এতে আদিয়ালা কারাগারের কর্মকর্তাদের ২০ এপ্রিলের আগে তাকে আদালতে হাজির করার নির্দেশ দেয়া হয়েছে। সংসদ হামলা মামলার এক আবেদনের শুনানি করে প্রোডাকশন অর্ডার দিয়েছেন জেলা ও দায়রা আদালত। এতে খান ও কুরেশিকে আদালতের কার্যক্রমে উপস্থিত থাকতে বলা হয়েছে। এ মামলায় খানের আইনজীবী নাঈম পাঞ্জোথা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুরিদ আব্বাসের সামনে যুক্তি উপস্থাপন করেন।
আদালতকে আরো জানান, আদিয়ালা জেল সুপার কোনো আদেশ মানেন না। তিনি আদালতকে বলেন, কারা কর্তৃপক্ষের নির্দেশ মেনে খান খানকে হাজির করতে হবে। ভিডিও লিঙ্কের মাধ্যমে উপস্থিতির প্রাপ্যতার কথা মাথায় রেখে, ম্যাজিস্ট্রেট ই-আদালতে শারীরিক উপস্থিতির অগ্রাধিকারকে আন্ডারলাইন করেছেন। তবে, আইনজীবী বলেছেন যে আদিয়ালা জেল সুপার পিটিআই প্রতিষ্ঠাতাকে ভিডিও লিঙ্কে আনতে ভয় পাচ্ছেন।
এর আগেও, পাঞ্জোথা একটি লংমার্চ চলাকালীন দুটি নৃশংসতার মামলায় তার খালাস সম্পর্কিত শুনানির জন্য খানের উত্পাদন দাবি করে একটি পিটিশন দাখিল করেছিল। যা নিরাপত্তাজনিত কারণে বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট শায়েস্তা কুন্ডি প্রত্যাখ্যান করেন।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]