ব্রাজিলে ভারী বৃষ্টিপাতে নিহত ৭, ১৬ ঘণ্টা পর কাদায় চাপা জীবিত শিশু উদ্ধার
প্রকাশ : ২৪ মার্চ ২০২৪, ১৪:২৭
ব্রাজিলে ভারী বৃষ্টিপাতে নিহত ৭, ১৬ ঘণ্টা পর কাদায় চাপা জীবিত শিশু উদ্ধার
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ব্রাজিলের রিও ডি জেনিরো রাজ্যে ভারী বৃষ্টিপাতে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনার ১৬ ঘণ্টারও বেশি সময় পর কাদায় চাপা পড়া ৪ বছরের এক শিশুকে উদ্ধার করা হয়।


রিও থেকে ৬৯ কিলোমিটার উত্তরে পেট্রোপোলিস শহরে কাদা থেকে মেয়েটিকে জীবিত উদ্ধার করা হয়। অঞ্চলটিতে নতুন করে ভূমিধসের ঝুঁকির কারণে শুক্রবার রাতে উদ্ধারকারী দলগুলোকে কাজ বন্ধ রাখতে হয়েছে।


উদ্ধারকারী দলের সদস্যরা বলেন, মেয়েটির বাবা ঘরের দেয়াল চাপায় মারা গেছেন। তিনি তার মেয়েকে আগলে রেখেছিলেন বলেই শিশুটি জীবিত রয়েছে। একই স্থানে মারা গেছেন আরও ৩ জন।


মেয়েটির দাদা রবার্তো নেপোলিও সাংবাদিকদের বলেন, ‘আমার ছেলে একজন যোদ্ধা। সে সেখানে তার পুরো সময় ধরে মেয়েকে বাঁচিয়েছে। আপনি কল্পনাও করতে পারবেন না যে একটি সন্তান হারানোর কষ্ট কেমন। খুব কষ্ট হয়।’


রাজ্যের মেয়র এবং গভর্নর ক্লদিও কাস্ত্রো বৃহস্পতিবার থেকে সম্ভাব্য সতর্কতার বিষয়ে বাসিন্দাদের জানান।


কর্তৃপক্ষ জানায়, বিপন্ন এলাকা হওয়ায় দমকল কর্মীরা ভারী বৃষ্টিপাতের কারণে ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছাতে হিমশিম খাচ্ছেন। স্নিফিং কুকুরকেও উদ্ধার তৎপরতার অংশ করা হয়েছে। প্রায় ১০০ জনকে উদ্ধার করা হয়েছে।


পেট্রোপোলিসের নিকটবর্তী তেরেসোপোলিসের স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভারী বৃষ্টিপাতের পর এখনও একজন নিখোঁজ রয়েছেন।


আবহাওয়াবিদরা বলছেন, রিও রাজ্যে ভারী বৃষ্টিপাত পার্শ্ববর্তী এসপিরিতো সান্তোর দিকে অগ্রসর হচ্ছে। সূত্র: এপি


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com