ভারতের পাঞ্জাবে বিষাক্ত মদপানে ২০ জনের মৃত্যু
প্রকাশ : ২৩ মার্চ ২০২৪, ১৯:০৪
ভারতের পাঞ্জাবে বিষাক্ত মদপানে ২০ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

পাঞ্জাবের বিষাক্ত মদপানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে। এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন আরও কয়েক জন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


বুধবার (২০ মার্চ) পাঞ্জাবের সাংরুরে বিষাক্ত মদ খেয়ে অসুস্থ হয়ে পড়েন ৪০ জনের বেশি। এই ঘটনার পর সাংরুরে হুলস্থূল পড়ে যায়।


স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় দীর্ঘ দিন ধরেই বেআইনি মদের কারবার চলে আসছিল। এ ব্যবসা বন্ধে এর আগে স্থানীয়রা একাধিকবার উদ্যোগ নিলেও তা খুব একটা ফলপ্রসূ হননি। বেআইনি মদের ব্যবসা তো রয়েছেই, তার সঙ্গে মাতালদের দৌরাত্ম্যও দিন দিন বাড়ছিল।


স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, বৃহস্পতিবার বেশ কয়েক জন মদ্যপানের পরই অসুস্থ হয়ে পড়েন।


বিষাক্ত মদ কাণ্ডে এখন পর্যন্ত পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছে। তাদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে বেআইনি মদ কারবারি চক্রের হদিস পাওয়ার চেষ্টা করছে পুলিশ।


জানা গেছে, গ্রেফতারদের জেরা করে একটি বাড়ির সন্ধান পাওয়া গেছে। আটকরা দাবি করেছেন, ওই বাড়িতেই বিষাক্ত মদ তৈরি হত। পুলিশ এমন খবরে ওই বাড়িতে তল্লাশি চালিয়েছে। সেখান থেকে প্রায় ২০০ লিটার ইথানল উদ্ধার করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছ।


বিষাক্ত মদ কাণ্ডের খবর প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায় সারা দেশে। পুলিশ-প্রশাসনের ভূমিকা নিয়েও এসময় প্রশ্ন উঠে। কীভাবে পুলিশ-প্রশাসনের নাকের ডগায় এমন কারবার চলেছে তা নিয়েও প্রশ্ন তুলছেন স্থানীয়রা। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। শুধু তা-ই নয়, এই কাণ্ডের হোতাকেও ধরার দাবি জানিয়েছেন তারা।


বিবার্তা/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com