
রাশিয়ার রাজধানী মস্কোতে কনসার্টে হামলা ছাড়াও দেশটির সামারা অঞ্চলে একটি তেল শোধনাগারে হামলার ঘটনা ঘটেছে। জানা গেছে, ড্রোন হামলার ওই তেল শোধনাগারে আগুন ছড়িয়ে পড়েছে।
২৩ মার্চ, শনিবার আঞ্চলিক গভর্নর এ তথ্য নিশ্চিত করেছেন।
গভর্নর দিমিত্রি আজারভ টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে বলেছেন, গত রাতে আঞ্চলিক তেল শোধনাগারে বেশ কয়েকটি ড্রোন হামলা হয়েছে।
তিনি বলেন, হামলার ঘটনায় কুইভিশেভ তেল শোধনাগারে আগুন ছড়িয়ে পড়ে। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
জানা গেছে, রাশিয়ার সামারা অঞ্চলের বড় তেল শোধনাগার এটি। যেটি পরিচালনার দায়িত্বে রয়েছে রোসনেফ্ট। বছরে সাত মিলিয়ন টন তেল উৎপাদন করতে পারে এটি।
তবে রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে অধিকাংশ ড্রোন হামলা প্রতিহত করা হয়েছে। সম্প্রতি রাশিয়ার অভ্যন্তরে হামলা জোরদার করেছে ইউক্রেন। এতে রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধের তীব্রতা বেড়েছে।
এদিকে মস্কোয় আয়োজিত কনসার্টে বন্দুকধারীদের হামলা ও বোমা বিস্ফোরণের ঘটনায় রিপোর্ট লেখা পর্যন্ত কমপক্ষে ৬০ জন নিহত হয়েছে। রাশিয়ার গোয়েন্দা সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে। ক্রোকাস সিটি হলের ওই কনসার্টে হামলায় আরও আহত হয়েছে ১৪৭ জন।
ওই হামলার দায় স্বীকার করে নিয়েছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট খোরাসান বা আইএস-কে। তবে রাশিয়ার পক্ষ থেকে এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। সূত্র: দ্য মস্কো টাইমস, ব্লুমবার্গ
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]