
উন্নত জীবনযাপনের জন্য ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয় ও কানাডায পাড়ি জমান অনেকে। কেউ বৈধভাবে কেউবা অবৈধভাবে যাওয়ার চেষ্টা করেন এসব দেশে। এরমধ্যে সহজ অভিবাসন নিয়ম-কানুনের কারণে বিশ্বের বিভিন্ন দেশের অভিবাসনপ্রত্যাশীদের পছন্দের শীর্ষে ছিল কানাডা।
কিন্তু গত কয়েক বছরে রেকর্ডসংখ্যক অভিবাসী আগমনের কারণে দেশটিতে আবাসন ও নাগরিক পরিষেবা খাতে ব্যাপক সংকট দেখা দিয়েছে। দিন দিন এই সংকট তীব্র হওয়ায় অভিবাসী নিয়ন্ত্রণে ব্যবস্থা নিচ্ছে দেশটি।
ইতিহাসে প্রথমবারের মতো অস্থায়ী অভিবাসী কমানোর নীতি বাস্তবায়নের পথে হাটতে যাচ্ছে কানাডা। এতে সংকটে পড়তে যাচ্ছেন বাংলাদেশসহ বিভিন্ন দেশের অস্থায়ী অভিবাসন প্রত্যাশীরা। আবাসন ও জরুরি সেবা খাতগুলো সংকুচিত হয়ে আসায় এই পদক্ষেপ নিতে যাচ্ছে জাস্টিন ট্রুডোর সরকার।
বৃহস্পতিবার (২১ মার্চ) রাজধানী অটোয়ায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কেন্দ্রীয় সরকারের অভিবাসন বিষয়ক মন্ত্রী মার্ক মিলার।
মার্ক মিলার বলেছেন, সরকারের নতুন নীতিমালা অনুযায়ী যে পরিমাণ বিদেশি কানাডায় অস্থায়ীভাবে বসবাস করছেন তাদের সংখ্যা মোট জনসংখ্যার ৫ শতাংশে নামানোর পরিকল্পনা করা হয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়নে অস্থায়ী অভিবাসীর সংখ্যা বছর প্রতি সাড়ে ৬ শতাংশ কমানো হবে। এটি চলবে আগামী তিন বছর।
মিলার জানান, বর্তমানে ২৫ লাখ মানুষ কানাডায় অস্থায়ীভাবে বসবাস করছেন। এই নীতি বাস্তবায়নের জন্য আগামী মে মাসে বিভিন্ন রাজ্য ও বিশেষ অঞ্চলের জনপ্রতিনিধিদের সাথে বৈঠক করবেন মার্ক মিলার।
স্থায়ী অভিবাসনের জন্য আবেদনের অনুমোদনেও নিয়ন্ত্রণ আসবে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন মার্ক মিলার। তবে এই নিয়ন্ত্রণের হার সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি তিনি। তবে সরকারের প্রাথমিক পরিকল্পনা অনুসারে আগামী ২০২৫ সাল পর্যন্ত এই নিয়ন্ত্রণ প্রক্রিয়া চলমান থাকবে বলে জানান মন্ত্রী।
এর আগে জানুয়ারি মাসে বিদেশি শিক্ষার্থীদের প্রবেশ নিয়ন্ত্রণ এবং স্নাতক শেষ হয়ে যাওয়ার পরও যেসব শিক্ষার্থী কানাডায় অবস্থান করছেন, তাদের ওয়ার্ক পারমিট বাতিলের ঘোষণা দিয়েছিল কানাডার কেন্দ্রীয় সরকার।
মার্ক মিলার বলেন, আমরা দেশে অভিবাসীদের আগমন সহনীয় মাত্রায় রাখতে চাই এবং আবাসন ও অন্যান্য পরিষেবা ইস্যুতে নাগরিকদের যে ভোগান্তি শুরু হয়েছে- তার নিরসন চাই। এ কারণেই এ পরিকল্পনা নেয়া হয়েছে। আগামী মে মাস থেকে এটির বাস্তবায়ন শুরু হবে।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]