
পাকিস্তানের জাতীয় নির্বাচনের আগের দিন স্বতন্ত্র প্রার্থীর অফিসের সামনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৮ জন নিহত ও আরো ৩০ জন আহত হয়েছেন।
৭ জানুয়ারি, বুধবার দুপুরে বালুচিস্তান প্রদেশের পিশিন জেলার খানোজাই এলাকায় এ বিস্ফোরণ ঘটেছে বলে পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য নিউজ জানায়।
পিশিনের জেলা প্রশাসক জুম্মা দাদ খান বলেছেন, ‘পিশিন জেলার নোকান্দি এলাকার প্রার্থীর অফিসে বিস্ফোরণ ঘটে, এতে আটজন নিহত হয়।’
৮ জানুয়ারি (বৃহস্পতিবার) পাকিস্তানে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
সংবাদমাধ্যম দ্য নিউজ জানায়, বিস্ফোরণের সময় স্বতন্ত্র প্রার্থী আসফান্দিয়ার কাকারের কর্মী-সমর্থকরা কার্যালয়ে উপস্থিত ছিলেন। বিস্ফোরণের সময় কাকার নিজের অফিসে উপস্থিত ছিলেন না।
জিও নিউজকে স্বতন্ত্র প্রার্থী আসফান্দিয়ার কাকার জানান, তার নির্বাচনি অফিসের বাইরে একটি মোটরসাইকেলে বিস্ফোরণ ঘটে। নির্বাচন অফিসে পোলিং এজেন্টদের নাম চূড়ান্ত করার সময় বিস্ফোরণে আমাদের আটজন কর্মী শহিদ ও ১৮ জনের বেশি আহত হয়েছেন।
বিস্ফোরণের সময় কাকার নিজে বারশোরে ছিলেন এবং বর্তমানে খানোজাইতে পৌঁছেছেন।
আহত ব্যক্তিদের তহসিল হাসপাতাল খানোজইতে স্থানান্তরিত করা হয়েছে, এবং মৃতদেহগুলিও স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের এমএস ডা. হাবিব।
হাবিব জানান, আহতদের মধ্যে বেশিরভাগের অবস্থা আশঙ্কাজনক।
পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) বিস্ফোরণের নোটিশ নিয়েছে এবং বেলুচিস্তানের মুখ্য সচিব এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) থেকে একটি প্রতিবেদন তলব করেছে।
ইসিপির একজন মুখপাত্র বলেন, এ ধরনের ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]