একদিনের জন্য স্বৈরশাসক হওয়ার ঘোষণা দিলেন ট্রাম্প
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৪, ১৯:৪২
একদিনের জন্য স্বৈরশাসক হওয়ার ঘোষণা দিলেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আবারও জয়ী হলে একদিনের জন্য স্বৈরশাসক হওয়ার ঘোষণা দিয়েছেন।


১০ জানুয়ারি বুধবার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এ ঘোষণা দেন তিনি।


ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি ক্ষমতায় আসলে প্রথম দিন দুটি স্বৈরাচারী সিদ্ধান্ত নেব। এরপর আর স্বৈরাচার থাকব না।


তিনি বলেন, ক্ষমতায় আসলে প্রথম দিনই মেক্সিকো থেকে অভিবাসী অনুপ্রবেশ চিরতরে বন্ধ করে দেব। এরপর বিদ্যুৎ উৎপাদনে জোর দেব। এই দুটি সিদ্ধান্ত বাস্তবায়নের পর আর তিনি স্বৈরাচারী কোনো সিদ্ধান্ত নেব না।


ট্রাম্প বলেন, আমাকে স্বৈরাচার আখ্যা দিয়ে প্রতিপক্ষ শিবির রাজনৈতিক সুবিধা নেয়ার চেষ্টা করছে।


২০১৭ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর অভিবাসনবিরোধী একাধিক পদক্ষেপ নিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। ২০২৪ সালের নির্বাচনে জয়ী হলে অবৈধ অভিবাসন প্রতিরোধ ও বৈধ অভিবাসন নীতি কঠোর করার ঘোষণা দিয়েছেন তিনি।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com