যুক্তরাষ্ট্র ইউক্রেনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না: জেলেনস্কি
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৩, ১৮:৩৮
যুক্তরাষ্ট্র ইউক্রেনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না: জেলেনস্কি
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, আমি আত্মবিশ্বাসী যে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের জন্য মার্কিন যুদ্ধকালীন গুরুত্বপূর্ণ অর্থায়ন বন্ধ করে তারা ইউক্রেনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না।


মঙ্গলবার (১৯ ডিসেম্বর) কিয়েভে একটি টেলিভিশনে প্রেস ব্রিফিংয়ের সময় তিনি এসব কথা বলেন।


ইউক্রেনের জন্য সাহায্য ইউএস কংগ্রেসে রিপাবলিকানরা আটকে রেখেছেন এবং হোয়াইট হাউস সতর্ক করেছে যে, এটি পুনর্বীকরণ না করলে বছরের শেষ নাগাদ এটি শেষ হয়ে যাবে।


জেলেনস্কি বলেন, আমরা এ বিষয়ে খুব কঠোর পরিশ্রম করছি। আমি নিশ্চিত যে যুক্তরাষ্ট্র আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না। যে বিষয়ে আমরা যুক্তরাষ্ট্রে সঙ্গে একমত হয়েছি, তা উভয়ে সম্পূর্ণরূপে পূরণ করা হবে।


তিনি আরও বলেন, আমি আশা করি ইউরোপীয় ইউনিয়ন শিগগিরই ৫০ বিলিয়ন ইউরো সহায়তা প্যাকেজ অনুমোদন করবে। ইইউ নেতারা সদস্যপদ আলোচনা শুরু করার অনুমোদন দিয়েছে, কিন্তু হাঙ্গেরি সাহায্য প্যাকেজ অবরুদ্ধ করেছে।


প্রেসিডেন্ট বলেন, কমান্ডাররা সাড়ে ৪ লাখ থেকে ৫ লাখ সেনা সদস্য চান। তবে বিষয়টিকে ‘সংবেদনশীল’ ও ‘ব্যয়বহুল’ উল্লেখ করেছেন তিনি।


সেনাবাহিনীর এই উদ্যোগে সমর্থন দেওয়ার আগে বিস্তারিত জানা দরকার বলেও মনে করেন ইউক্রেন প্রেসিডেন্ট। সেনা সংখ্যার বিষয়ে তিনি বলেন, যুদ্ধক্ষেত্রে ইতোমধ্যে ৫ লাখ সেনা মোতায়েন রয়েছে।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com