
চীনের সরকারি সংবাদমাধ্যমে তিব্বতের নতুন নাম ব্যবহারের প্রবণতা বেড়েছে। দেশটির সরকার একটি শ্বেতপত্র প্রকাশের পর চীনের সরকারি সংবাদমাধ্যম তিব্বতের পরিবর্তে ওই অঞ্চলকে ‘শিজ্যাং’ হিসেবে লিখছে। খবর টাইমস অব ইন্ডিয়া’র।
সম্প্রতি ‘সিপিসি পলিসিস অন দ্য গভর্ন্যান্স অব শিজ্যাং ইন দ্য নিউ ইরা: অ্যাপ্রোচ অ্যান্ড অ্যাচিভমেন্টস’ শিরোনামে একটি শ্বেতপত্র প্রকাশ করে চীনা সরকার। এরপর থেকেই ‘শিজ্যাং’ নামটি ব্যবহারের বাড়তি প্রবণতা লক্ষ্য করা গেছে দেশটির সরকারি সংবাদমাধ্যমে।
২০১২ সালে চীনের ক্ষমতায় আসেন শি জিনপিং। এরপর থেকে তিব্বতে যে ধরনের উন্নয়ন কার্যক্রম চালানো হয়েছে, তা ওই শ্বেতপত্রে তুলে ধরা হয়েছে। এর আগেও বহু বার তিব্বত নিয়ে শ্বেতপত্র প্রকাশ করেছে চীন। তবে এই প্রথম তিব্বতের ইংরেজি অনুবাদে ‘শিজ্যাং’ ব্যবহার করা হয়েছে।
সাউথ চায়না মর্নিং পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, ‘শিজ্যাং’ শব্দটা মান্দারিনের চাইনিজ রোমানাইজেশন বা পিনইন। বিশেষজ্ঞরা বলছেন, নাম পরিবর্তনের মাধ্যমে তিব্বতের সার্বভৌমত্ব এবং ‘ক্ষমতার ডিসকোর্স’ নিয়ে বেইজিংয়ের অবস্থান ফুটে উঠেছে।
এদিকে নির্বাসনে থাকা তিব্বত সরকারের প্রেসিডন্ট তেনপা শেরিং রোববার বলেছেন, তিব্বতের জনগণকে মৌলিক মানবাধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। আর কঠোরভাবে ‘তিব্বতীয় পরিচয়ের বিনাশ’ ঘটানো হচ্ছে।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]