
দক্ষিণ চীন সাগরে বিরোধপূর্ণ জলসীমায় একটি প্রবাল প্রাচীরের কাছে চীনের একটি জাহাজের সাথে ফিলিপাইনের একটি নৌযানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। চীন কর্তৃক ফিলিপাইনের তিনটি নৌযানকে জলকামান ব্যবহার করে আটকে দেয়ার একদিন পরেই সংঘর্ষের ঘটনাটি ঘটে।
১০ ডিসেম্বর, রবিবার এ সংঘর্ষের ঘটনা ঘটে।
ঘটনার পর ফিলিপাইন সরকার চীন তাদের ওপরে হামলা চালিয়েছে বলে অভিযোগ তোলে এবং এর পরিণতি ভয়ানক হবে বলে হুশিয়ারি দেয়।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে- বিতর্কিত জলসীমার মধ্যে চীনের বিরুদ্ধে হয়রানি, প্রতিবন্ধকতা ও বিপজ্জনক কৌশল প্রয়োগ করার অভিযোগ এনেছে ফিলিপাইন। নিজেদের তিনটি জাহাজকে বাধা দিতে চীনারা জলকামান ব্যবহার করেছে এমন অভিযোগের একদিন পরই রোববার নতুন অভিযোগ করেছে ফিলিপাইন।
বর্তমানে চীন, ফিলিপাইন সহ আরও কয়েকটি রাষ্ট্রের মধ্যে দ্বন্দ্ব ও প্রতিদ্বন্দ্বিতার কেন্দ্র হিসেবে আবির্ভূত হয়েছে দক্ষিণ চীন সাগর।
ফিলিপাইন বলেছে, স্প্রাটলি দ্বীপপুঞ্জ এলাকায় দ্বিতীয় থমাস শোলে তাদের মালবাহী বেসামরিক জাহাজগুলোকে টার্গেট করছে চীন। এই অঞ্চলটি নিয়েই বর্তমানে বিরোধ চলছে দুই দেশের মধ্যে।
এক বিবৃতিতে ফিলিপাইন কর্তৃপক্ষ দাবি করেছে, খাদ্যসামগ্রী বহন করছিল এমন দুটি জাহাজের মধ্যে একটির ওপর চড়াও হয় চীনা কোস্টগার্ড। শুধু তাই নয়, জলকামান ব্যবহার করে ওই জাহাজটির ইঞ্জিনের বিপুল ক্ষতি সাধন করেছে তারা।
ফিলিপাইন সরকারের ভাষ্যমতে, চীন স্প্র্যাটলি দ্বীপের কাছে তাদের তিনটি সাপ্লাই জাহাজকে উদ্দেশ্য করে জলকামান ছুঁড়ে। এমনকি চীনা নৌবাহিনীর একটি জাহাজ ফিলিপাইনের একটি জাহাজকে ধাক্কা দেয় বলে জানায় দেশটির ন্যাশনাল টাস্ক ফোর্স।
অভিযোগগুলোকে অস্বীকার করে চীনা কর্তৃপক্ষ জানায়, সঙ্কেত দেয়ার পরেও সেগুলো না মেনে ফিলিপাইন নিজেই সংঘর্ষে জড়িয়েছে।
এদিকে চীনা কোস্টগার্ড পাল্টা অভিযোগ করে বলেছে, তাদের একাধিক কঠোর সতর্কবার্তা উপেক্ষা করেই ফিলিপাইনের জাহাজটি সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এর আগে গত শনিবার ফিলিপাইন অভিযোগ করেছিল, চীনা কোস্টগার্ড জলকামান ব্যবহার করে তাদের তিনটি জাহাজকে বাধা প্রদান করেছিল। বিষয়টিকে ফিলিপাইন কর্তৃপক্ষ ‘অবৈধ এবং আক্রমণাত্মক’ হিসেবে বর্ণনা করেছিল। তবে এই বিষয়ে বেইজিংয়ের বক্তব্য ছিল—তারা তাদের জলসীমায় নিয়ন্ত্রণ ধরে রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।
ঘটনাটি এমন সময়ে ঘটলো যখন ফিলিপাইন চীনকে দক্ষিণ চীন সাগরে নিয়ন্ত্রন প্রতিষ্ঠার অপচেষ্টায় লিপ্ত বলে প্রচার করে আসছে।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]