ফৌজদারি মামলায় ফাঁসলেন হান্টার বাইডেন
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৫
ফৌজদারি মামলায় ফাঁসলেন হান্টার বাইডেন
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে নতুন একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে কর ফাঁকির মামলা দাখিল করেছেন ফেডারেল প্রসিকিউটররা।


সিএনএন, বিবিসিসহ আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস আদালতে প্রসিকিউটর ডেভিড ওয়েইস হান্টারের বিরুদ্ধে কর ফাঁকির ৯টি অভিযোগে এ মামলা দায়ের করেন।


মামলার অভিযোগে বলা হয়েছে, হান্টার বাইডেন ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত চার বছরের একটি স্কিমে যুক্ত। কিন্তু স্কিমের বিপরীতে ফেডারেল ট্যাক্সে কমপক্ষে ১ দশমিক ৪ মিলিয়ন ডলার পরিশোধ করেননি তিনি।


হান্টার বাইডেনের বিরুদ্ধে ৯টি অভিযোগের মধ্যে রয়েছে কর দাখিল না করা, ভুয়া ট্যাক্স রিটার্ন ও কর ধার্য মূল্যায়ন ফাঁকি।
এর আগে, গত সেপ্টেম্বরে আগ্নেয়াস্ত্র মামলায় অভিযুক্ত করা হয় আইনজীবী ও ব্যবসায়ী হিসেবে পরিচিত ৫৪ বছর বয়সী হান্টার বাইডেনকে।
তার বিরুদ্ধে অভিযোগ, ২০১৮ সালের অক্টোবরে একটি আগ্নেয়াস্ত্র কেনার সময় মাদকের ব্যবহার সম্পর্কে মিথ্যা বলেছেন। সে সময় তিনি কোকেন আসক্তি থেকে বেরিয়ে আসার চেষ্টা করছিলেন বলেও স্বীকার করেছেন।
অভিযোগে বলা হয়েছে, হান্টার বাইডেন বাধ্যতামূলক ফর্মে প্রত্যয়ন করেছেন- তিনি কোনো উদ্দীপক, মাদকদ্রব্য ও অন্য কোনো পদার্থের বেআইনি ব্যবহারকারী এবং আসক্ত ছিলেন না। যদিও তিনি জানতেন, এই বিবৃতিটি মিথ্যা ও কাল্পনিক। এসব অভিযোগের দুটিতে সর্বোচ্চ ১০ বছর এবং আরেকটিতে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।


যুক্তরাষ্ট্রের ইতিহাসে হান্টার বাইডেনই প্রথম ব্যক্তি, যিনি দেশটির ক্ষমতাসীন প্রেসিডেন্টের সন্তান হিসেবে ফৌজদারি অপরাধে অভিযুক্ত।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com