
যুদ্ধবিধ্বস্ত গাজার দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থানে বিমান থেকে ত্রাণ ফেলছে জর্ডান। বুধবার (৫ ডিসেম্বর) দেশটির বিমান বাহিনীর সদস্যরা প্রায় দুই টন চিকিৎসা সামগ্রী ফেলেছে।
যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি সেনাদের অন্যতম লক্ষ্য গাজার দক্ষিণাঞ্চল। ইতোমধ্যে অঞ্চলটির বেশিরভাগ হাসপাতালই বন্ধ হয়ে গেছে। এখনও যে হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা চালু রয়েছে, সেগুলো বিপুল রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে। জরুরি ওষুধসহ অন্যান্য চিকিৎসা সামগ্রীর সংকট দেখা দিয়েছে।
এ পরিস্থিতিতে ফিলিস্তিনিদের সহায়তায় এগিয়ে এসেছে জর্ডান। উপত্যকাটিতে লাগাতার বোমাবর্ষণের ফলে সড়ক পথে ত্রাণ পৌঁছানো ঝুকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এ পরিস্থিতিতে বিমান থেকে ফেলা হচ্ছে জরুরি সামগ্রী।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]