
নদী দূষণের কারণে গহীন আমাজনে অবস্থিত একটি অবৈধ স্বর্ণের খনি বিস্ফোরণের মাধ্যমে গুঁড়িয়ে দিয়েছে কলম্বিয়া। এসময় স্বর্ণ উত্তোলনের যন্ত্রপাতিও ধ্বংস করা হয়।
আমাজন জুড়েই বিভিন্ন অপরাধ চক্র অবৈধভাবে খনি উত্তোলন করে আসছে। মূলত, আমাজন থেকে অবৈধ স্থাপনা নির্মূলে যৌথ অভিযান পরিচালনা করছে কলম্বিয়া ও ব্রাজিল। তারই অংশ হিসেবে ধ্বংস করা হয় এই স্বর্ণের খনি।
কলম্বিয়ার সশস্ত্র বাহিনী জানায়, মার্কিন সহায়তায় দুই দেশের বিশেষ অপারেশনে এখন পর্যন্ত ১৯টি অবৈধ খনি ধ্বংস করা হয়েছে। এসব খনি থেকে মাসে প্রায় দেড় মিলিয়ন ডলারের সমপরিমাণ ধাতু উৎপাদিত হতো। যা আমজনের নদী দূষণের অন্যতম কারণ।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]