
হামাসের গুলিতে ভারতীয় বংশোদ্ভূত এক ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে। গাজা উপতক্যায় হামাস-ইসরাইল যুদ্ধের সময় এই সৈন্য নিহত হয়েছে বলে ভারতীয় সরকারি বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে। গিল ড্যানিয়েলস নামের ঐ সৈন্যের বয়স ছিল ৩৪ বছর।
এ ব্যাপারে ইসরায়েলি সামরিক বাহিনীর কর্মকর্তারা বলেছেন, মঙ্গলবার (৫ ডিসেম্বর) গাজায় সার্জেন্ট গিল ড্যানিয়েলস নিহত হয়েছেন। বুধবার (৬ ডিসেম্বর) তার নিজ শহর আশদোদের সামরিক কবরস্থানে শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
এক বিবৃতিতে ইন্ডিয়ান ইহুদি হেরিটেজ সার্জেন্ট গিল ড্যানিয়েলসের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
বিবৃতিতে বলা হয়, যুদ্ধ শুরুর কয়েকদিন পর গত ১০ অক্টোবর গিল রিজার্ভ সৈন্যদের তালিকায় নাম নিবন্ধন করেছিলেন। হিব্রু ইউনিভার্সিটির স্কুল অব ফার্মেসি থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছিলেন তিনি। বেনে ইসরায়েল সম্প্রদায়ের সদস্য ছিলেন গিল। ভারতের মহারাষ্ট্র প্রদেশে তার স্বজনদের বসবাস রয়েছে।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]