যুক্তরাষ্ট্রের ইসরায়েলি কনস্যুলেটের সামনে শরীরে আগুন দিয়ে প্রতিবাদ
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৩, ০৯:১৬
যুক্তরাষ্ট্রের ইসরায়েলি কনস্যুলেটের সামনে শরীরে আগুন দিয়ে প্রতিবাদ
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

যুক্তরাষ্ট্রের আটলান্টায় ইসরায়েলি কনস্যুলেটের সামনে এক বিক্ষোভকারী ফিলিস্তিনি পতাকা নিয়ে নিজের শরীরে আগুন দিয়েছেন। তাকে থামাতে গিয়ে কনস্যুলেটের এক নিরাপত্তারক্ষী আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।


শনিবার এক প্রতিবেদনে বিবিসি জানায়, শুক্রবার দুপুরে বিক্ষোভকারীরা ভবনের সামনে বিক্ষোভ শুরু করেন। এসময় তাদের মধ্যে একজন পেট্রোল ঢেলে আত্মঘাতী হন। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক। তবে ওই ব্যক্তির নাম, লিঙ্গ এবং বয়স এখনো প্রকাশ করা হয়নি।


আটলান্টার পুলিশ প্রধান ড্যারিন শিয়েরবাউম বলেছেন, ভবনটি নিরাপদ রয়েছে এবং আমরা এখানে কোনো হুমকি দেখছি না। আমরা বিশ্বাস করি এটি একটি রাজনৈতিক প্রতিবাদ ছিল।


আটলান্টার ফায়ার চিফ রডারিক স্মিথ বলেছেন, বিক্ষোভকারীকে থামাতে গিয়ে কনস্যুলেটের এক নিরাপত্তারক্ষী আহত হয়েছেন। তার কব্জি ও পা পুড়ে গেছে।


এদিকে কনস্যুলেটের সামনে এক বিক্ষোভকারীর আত্মহত্যা চেষ্টার ঘটনায় এক বিবৃতিতে দুঃখ প্রকাশ করেছেন দক্ষিণ-পূর্ব যুক্তরাষ্ট্রের ইসরায়েলের কনস্যুলার জেনারেল আনত সুলতান-দাদন।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com