
ইরাকের পূর্বাঞ্চলীয় দিয়ালা প্রদেশে রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণ ও বন্দুক হামলায় হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন। মূলত হামলাকারীরা একটি গাড়ি ও উদ্ধারকারীদের ওপর হামলা চালালে হতাহতের এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
১ ডিসেম্বর, শুক্রবার রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, দিয়ালা প্রদেশের আমরানিয়াহ শহরের কাছে স্থানীয় এক এমপির আত্মীয়দের লক্ষ্য করে এই হামলাটি চালানো হয় বলে জানা গেছে। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।
বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স বলছে, দিয়ালা প্রদেশের আমরানিয়াহ শহরের কাছে স্থানীয় এক এমপির আত্মীয়দের লক্ষ্য করে এই হামলাটি চালানো হয়।
হামলার সময় রাস্তার পাশে দুটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে এবং স্নাইপারের মাধ্যমে অজ্ঞাত হামলাকারীরা তাদের ওপর গুলিবর্ষণ করে। তবে হামলার সম্ভাব্য উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত জানায়নি ওই সূত্রগুলো।
হামলার ঘটনার পর নিরাপত্তা বাহিনী ওই এলাকায় কারফিউ জারি করে বলে জানিয়েছে রয়টার্স। এছাড়া অভিযুক্তদের আটকের জন্য বৃহস্পতিবার রাতে সেখানে তল্লাশি চালানো হয় বলেও জানানো হয়েছে।
জাতিসংঘ জানায়, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশটিতে সাড়ে ছয় হাজারের বেশি মানুষ বিভিন্ন হামলায় নিহত হয়েছেন। ২০০৮ সালে দেশটিতে জাতিগত সংঘাত সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]