
হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির চুক্তির মেয়াদ আজ শুক্রবার (১ ডিসেম্বর) সকালে শেষ হয়। এরপর অধিকৃত গাজা উপত্যকায় আবারও বিমান হামলা ও কামানের গোলাবর্ষণ শুরু করেছে ইসরায়েলি বাহিনী। খবর এএফপি
প্রথমে ৪ দিন বিরতি দিয়ে বন্দী বিনিময় চুক্তি হলেও পরে তা দুই দফায় আরও ৩ দিন বাড়ানো হয়। তবে যুদ্ধবিরতি শেষে ফের ফিলিস্তিনের গাজা উপত্যকায় অভিযান শুরু করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। এ অভিযান শুরুর প্রথম ৩ ঘণ্টায় অন্তত ৩২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। সেই সঙ্গে আরও অসংখ্য মানুষ আহত হয়েছেন। খবর বিবিসি
বার্তা সংস্থা এএফপি’র এক প্রতিবেদনে বলা হয়, গাজার দক্ষিণাঞ্চলের রাফা শহরে আজ শুক্রবার সকালে ইসরায়েলের বিমান হামলায় কমপক্ষে ছয়জন নিহত হয়েছে। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কুদরা এই তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া গাজার শহরের আল আহলি হাসপাতালের চিকিৎসক ফাদেল নাইম জানান, হামলায় দুই শিশু নিহত হয়েছে।
সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গাজার উপত্যকার দক্ষিণাঞ্চলে বেশ কয়েকবার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজার স্বরাষ্ট্র ও জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয় তাদের টেলিগ্রাম অ্যাকাউন্টে এ তথ্য জানিয়েছে। এ ছাড়া গাজায় অবস্থানরত বিবিসির সূত্রগুলো এই হামলার কথা নিশ্চিত করেছে।
১ ডিসেম্বর, শুক্রবার গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রায় তিন ঘণ্টা আগে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অন্তত ৩২ জন নিহত হয়েছেন। এই সময়ে গাজার অন্তত ১০০টি স্থানে গোলাবর্ষণ করেছে ইসরায়েলি সেনারা।
ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, তারা গাজায় হামাসের বিরুদ্ধে আবারও হামলা শুরু করেছে। দেশটির সামরিক বাহিনী হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতির শর্ত ভাঙার অভিযোগ এনেছে।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, গাজা থেকে রকেট ছোড়া হলে ক্ষেপণাস্ত্র সুরক্ষা ব্যবস্থার মাধ্যমে সেই রকেট আঘাত হানার আগেই ধ্বংস করে ফেলা হয়েছে। এ ঘটনার পর এক তাৎক্ষণিক বিবৃতিতে গাজায় ফের অভিযান শুরুর ঘোষণা দেয় আইডিএফ। পরে শুক্রবার ভোরের দিকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর হিলোটের বাসিন্দারা সাইরেনের শব্দে জেগে ওঠেন।
আইডিএফের মুখপাত্র বলেছেন, হামাস ‘তাদের কথা রাখেনি’। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, হামাসের বিরুদ্ধে অভিযান আবার শুরু হয়েছে ‘তাদের শক্ত ঘাঁটিতে হামলা’ করার জন্য। লেফটেন্যান্ট কর্নেল পিটার লার্নার বিবিসিকে বলেন, আইডিএফের লক্ষ্য পুরো সংঘর্ষের সময় একই ছিল। প্রথমত, সব জিম্মিকে ফিরিয়ে আনা এবং ‘হামাসকে ধ্বংস করা’।
তিনি বলেন, হামাস তাদের কথা রাখেনি, তাদের চুক্তি অনুযায়ী সব নারী ও শিশুদের মুক্তি দেয়ার কথা থাকলেও তা বাস্তবায়ন করেনি।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]