কাজাখস্তানে হোস্টেলে আগুন, নিহত ১৩
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩, ১৫:৪৯
কাজাখস্তানে হোস্টেলে আগুন, নিহত ১৩
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

কাজাখস্তানের সবচেয়ে বড় শহর আলমাটির এক হোস্টেলে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে। শহরের জরুরি সেবা বিভাগ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।


৩০ নভেম্বর, বৃহস্পতিবার ভোররাতে দেশটির বৃহত্তম আলমাতি শহরে এই দুর্ঘটনা ঘটে। শহরটির জরুরি পরিষেবা বিভাগের বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।


রয়টার্সের খবরে বলা হয়েছে, আলমাতি পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে নয়জন কাজাখস্তানের নাগরিক। বাকি চারজনের মধ্যে দুজন রাশিয়ার ও দুজন উজবেকিস্তানের নাগরিক।


জরুরি বিভাগ জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে তিন তলা ওই ভবনে আগুন লাগে। সেই সময় হোস্টেলের গ্রাউন্ড ও বেসমেন্ট লেভেলে ৭২ জন অতিথি ছিলেন। কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায় ১৩ জন মারা গেছেন। বাকি ৫৯ জন ভবনটি থেকে বেরিয়ে আসতে সক্ষম হন।


আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। দেশটির সরকার বলেছে, ঘটনাটি তদন্তের জন্য একটি বিশেষ কমিশন গঠন করা হয়েছে।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com