
কারা অন্তরীণ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক উপদেষ্টা মির্জা শাহজাদ আকবর যুক্তরাজ্যে নিজ বাড়ির সামনে এসিড হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
মির্জা শাহজাদ আকবর বলেন, হামলায় অল্পের জন্য আমার চোখ রক্ষা পেয়েছে। তবে, শরীরের অন্যান্য জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে।
যুক্তরাজ্য পুলিশ এ ঘটনায় তদন্ত শুরু করেছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি।
বিবিসি জানিয়েছে, গত বছর মির্জা শাহজাদ আকবরকে ইমরান খানের উপদেষ্টার পদ থেকে বরখাস্ত করা হয়। তিনি এর আগে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডের জেরে অনেকবার কারাগারেও ছিলেন। তবে আকবরকে বরখাস্ত করার কথা অস্বীকার করেছে পাকিস্তান সরকার।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে শাহজাদ আকবর লেখেন, একজন অজ্ঞাত ব্যক্তি আমাকে লক্ষ্য করে অ্যাসিড ছুড়েই ঘটনাস্থল থেকে পালিয়ে যান। কিন্তু যারা আমাকে হামলা করে ভয় দেখাতে চায়, আমি তাদের কাছে মাথা নত করব না।
বিবিসিকে শাহজাদ আকবর বলেন, যুক্তরাজ্যে আসার পর থেকেই আমাকে ও আমার পরিবারকে প্রতিনিয়ত হুমকি-ধমকি দেয়া হচ্ছে। আমার ভাইকে গায়েব করা হয়েছিল। এই এসিড হামলা হুমকিরই অংশ। তবে কা বা কারা এই হামলা ও হুমকি দিচ্ছে, সে বিষয়ে মুখ খুলেননি তিনি।
অ্যাসিড নিক্ষেপের ঘটনাটি ওই হুমকিগুলোরই অংশ বলে মনে করেন মির্জা শাহজাদ আকবর। তিনি বলেন, অ্যাসিড হামলায় তাঁর বাহু এবং মাথার কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে চোখ অক্ষত রয়েছে। এই হামলার সঙ্গে কে বা কারা জড়িত থাকতে পারে, সে ব্যাপারে কিছু কিছু বলেননি মির্জা শাহজাদ আকবর।
ব্রিটিশ পুলিশ জানিয়েছে, মির্জা শাহজাদ আকবরের ওপর অ্যাসিড হামলার ঘটনার তদন্ত রিপোর্ট নিয়ে ইতিমধ্যেই নিজেদের মধ্যে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। তদন্তে তাঁরা অ্যাসিড নিক্ষেপের প্রমাণ পেয়েছেন।
পুলিশ আরও জানায়, তদন্ত এখনও অব্যাহত রয়েছে এবং এ ঘটনার প্রত্যক্ষদর্শীদের তথ্য দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।
হার্টফোর্ডশায়ার কাউন্টি পুলিশ বলেছে, গত রবিবার (২৬ নভেম্বর) বিকেলে তারা হামলার খবর পেয়েছেন। পুলিশের ধারণা, এসিড জাতীয় কিছু ওই হামলায় ব্যবহার করা হয়েছে।
তারা বলেন, হাসপাতালে এক ব্যক্তি চিকিৎসা নিয়েছেন। পরে তাকে ছেড়ে দেয়া হয়েছে।
বিবিসি জানিয়েছে, শাহজাদ আকবরের নিরাপত্তার জন্য হামলাস্থলের সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করা হচ্ছে না।
ইমরান খান সরকারের মন্ত্রী ছিলেন শাহাজাদা আকবর। ২০২২ সালে পার্লামেন্টে অনাস্থা ভোটে দায়িত্ব হারান তিনি।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]