শিরোনাম
১৯ বছর বয়সে ৪০ হাজার কোটি টাকার মালিক ক্লেমেন্তে
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৩, ২২:২২
১৯ বছর বয়সে ৪০ হাজার কোটি টাকার মালিক ক্লেমেন্তে
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিলিওনিয়ারের তালিকা হচ্ছে বিশ্বের সবচেয়ে অর্থ ও সম্পদশালী ব্যক্তিদের র‌্যাংকিং নির্ধারণী একটি বার্ষিক তালিকা, যা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত ম্যাগাজিন ফোর্বস প্রকাশ করে থাকে।


প্রতি বছরের ন্যায় এবারও বিশ্বে বিলিয়নিয়ারদের তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক বিজনেস ম্যাগাজিন ফোর্বস। তারই ধারাবাহিকতায় এবারের প্রকাশিত তালিকায় সর্বকনিষ্ঠ বিলিয়নিয়ারের খেতাব পেয়েছেন ইতালির ১৯ বছর বয়সী ক্লেমেন্তে দেল ভেচিও।


ফোর্বসের তথ্য বলছে, ইতালিতে ফ্যাশন ও রিটেইল ব্যবসার সঙ্গে জড়িত ক্লেমেন্তে দেল ভেচিও মাত্র ১৯ বছর বয়সেই ৩৫০ কোটি ডলারের (প্রায় ৩৮ হাজার কোটি টাকা) মালিক হয়েছেন। যদিও ফোর্বসের ওয়েবসাইটের তথ্যানুযায়ী, ভেচিওর বয়স ১৮ বছর।


সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্লেমেন্তে দেল ভেচিওর বাবা ছিলেন বিশ্বের সর্ববৃহৎ সানগ্লাস তৈরিকারী গ্রুপ এসিলরলুক্সোটিকার সাবেক চেয়ারম্যান। গ্রুপটি সানগ্লাস হাট, রে-ব্যান ও ওকলির মূল মালিক।


৮৭ বছর বয়সে ২০২৩ সালের জুনে মারা যান ক্লেমেন্তে বাবা লিওনার্দো দেল ভেচিও। মৃত্যুর পর তার ২৫০ কোটি ডলারের সম্পত্তি ভাগ করে দেওয়া হয় উত্তরাধীকারীদের মধ্যে। এই সম্পত্তি পান তার স্ত্রী ও ছয় সন্তান, যার তালিকায় রয়েছেন ক্লেমেন্তে দেল ভেচিও।


ক্লেমেন্তে দেল ভেচিও এতদিন শিক্ষা ও ব্যক্তিগত ইচ্ছার দিকে বেশি ঝুঁকেছিলেন। এবার তিনি ব্যবসায় জড়িয়ে পড়লেন। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে তাঁর ব্যাপক আগ্রহ। এখনো পড়াশুনা শেষ করেননি তিনি।


বিবার্তা/মাসুদ/এমজে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com