
ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের বিরুদ্ধে মার্কিন জাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর অভিযোগ উঠেছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের অফিসিয়াল পডকাস্ট সেন্টকম জানায়, স্থানীয় সময় সোমবার (২৭ নভেম্বর) সকালে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর অভিযোগ, এডেন উপসাগরে মার্কিন বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকা থেকে অন্তত দুটি ব্যালেস্টিক মিসাইল ছোঁড়া হয়েছে। যদিও মিসাইল দুটি জাহাজ থেকে অন্তত ১০ নটিক্যাল মাইল দূরে আঘাত হেনেছে।
এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহত হয়নি বলেও নিশ্চিত করেছে ওয়াশিংটন। যদিও হামলার অভিযোগ নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি হুতি বিদ্রোহীরা।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]