
শুরুটা হয়েছিল ঝগড়া দিয়ে, তারপরে মারামারি। এরপর এক পর্যায়ে এতটাই হিংস্র হয়ে উঠলেন যে, রেগে স্বামীর কানই ছিঁড়ে নিয়েছেন স্ত্রী।
চিকিৎসার পর রবিবার (২৬ নভেম্বর) পুলিশের কাছে এমন অভিযোগ করেছেন ভারতের দিল্লির সুলতানপুরি এলাকার এক যুবক।
গত ২০ নভেম্বর সকাল সাড়ে ৯টায় পাশের দেশ ভারতের দিল্লির সুলতানপুরী এলাকায় এ ঘটনা। আক্রান্ত স্বামী থানায় স্ত্রীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ দায়ের করেছেন।
৪৫ বছর বয়সী ওই ব্যক্তি পুলিশকে জানায়, তার ডান কান কামড়ে ছিঁড়ে নেয়া হয়েছে। এখন কানে অপারেশন করাতে হবে। চিকিৎসার পরই তিনি পুলিশের কাছে এ অভিযোগ দায়ের করেন। ওই ব্যক্তি স্ত্রীর বিরুদ্ধে ৩২৪ ধারায় মামলা করেছেন।
ভুক্তভোগী যুবক পুলিশকে জানান, গত ২০ নভেম্বর সকাল ৯টা ২০ মিনিটের দিকে ময়লা ফেলতে বাড়ির বাইরে যান তিনি। এ সময় স্ত্রীকে ঘর পরিস্কার করতে বলে যান। পরে বাসায় ফিরলে তুচ্ছ বিষয় নিয়ে মারামারি শুরু করে। একপর্যায়ে কান কামড়ে ছিঁড়ে নেয়।
তার অভিযোগ, বাড়ি বিক্রির জন্য স্ত্রী চাপ দিচ্ছিল এবং সেই অর্থের ভাগ তাকে দেয়ার জন্য জোর করছিল। কারণ সে সম্পত্তির অর্ধেক ভাগ নিয়ে সন্তানদের সহ আলাদা থাকতে চায়। তা নিয়েই দুজনের মধ্যে ঝামেলা চলছিল।
দিল্লি পুলিশ জানিয়েছে, গত ২০ নভেম্বর বাড়িতে ছিলেন যুবক। তার সঙ্গে স্ত্রীর ঝামেলা চলছিল। সেদিন সকালে আবর্জনা ফেলতে বাইরে গিয়েছিলেন তিনি। যাওয়ার সময় স্ত্রীকে ঘর পরিষ্কার করতে বলে যান। একসময় যুবক ফিরে এলেই অকারণে তার সঙ্গে ঝগড়া করতে শুরু করেন স্ত্রী। বেশ কিছুক্ষণ ঝগড়া চলার পর ঘর থেকে আবার বেরিয়ে যেতে উদ্যত হন যুবক। সেই সময়েই তার কাছে গিয়ে কানে কামড় দেন ওই নারী। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]