
ফেসবুক মেটা প্ল্যাটফর্মের মুখপাত্র অ্যান্ডি স্টোনকে একটি অনির্দিষ্ট অভিযোগের জন্য ওয়ান্টেড তালিকায় রেখেছে রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একইসাথে মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মালিকপক্ষকে চরমপন্থি হিসেবে আখ্যায়িত করেছে রাশিয়া। ২৭ নভেম্বর, সোমবার মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের প্রতি রাশিয়া কঠোর হওয়া শুরু করেছে মূলত ইউক্রেনের সঙ্গে দেশটির যুদ্ধ বাঁধার পর থেকে। ফেসবুক ব্যাপকভাবে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের পক্ষে অবস্থান নেওয়াই এই কঠোরতার মূল কারণ।
২০২২ সালের ফেসবুককে ‘সন্ত্রাসী ও চরমপন্থি সংস্থা’ হিসেবে আখ্যা দেয় রুশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এই সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গকে রাশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞাও প্রদান করে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর থেকে রাশিয়ায় বন্ধ রয়েছে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টুইটার। প্রতিটির বিরুদ্ধেই যুক্তরাষ্ট্র ও পাশ্চাত্য বিশ্বের প্রতি একক পক্ষপাতিত্বের অভিযোগ এনেছে মস্কো।
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়ায় ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্লক করা হয়েছে এবং শুধুমাত্র ভিপিএন-এর মাধ্যমে এই যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করা যাচ্ছে। এই নিষেধাজ্ঞা জারি করার আগে, লক্ষ লক্ষ রাশিয়ান নাগরিক মেটা প্লাটফর্ম বিশেষ করে ইনস্টাগ্রাম এবং তার অন্তর্গত অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করতেন, যা তরুণ রাশিয়ানদের কাছে ব্যাপক জনপ্রিয় ছিল।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]