২৩ কোটি টাকায় বিক্রি হলো টুপি
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩, ২০:১০
২৩ কোটি টাকায় বিক্রি হলো টুপি
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ফরাসি সম্রাট ও সেনানায়ক নেপোলিয়ান বোনাপার্টের ব্যবহৃত একটি টুপি নিলামে তোলা হয়েছে। স্থানীয় সময় রবিবার ফ্রান্সের রাজধানী প্যারিসে নিলামটি অনুষ্ঠিত হয়। নিলামে টুপিটি বিক্রি হয়েছে ১৯ লাখ ৩২ হাজার ইউরোতে। বাংলাদেশি মুদ্রায় যেটি ২৩ কোটি ২৬ লাখ টাকার বেশি।


স্পুটনিক জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল যে এটি ৬ লাখ ৫৫ হাজার ডলার থেকে ৮ লাখ ৭৩ হাজার ডলারের মধ্যে বিক্রি হবে। কিন্তু যে দাম পাওয়া গেছে তা নিলামকারী প্রতিষ্ঠান ওসেনাতের প্রত্যাশা ছাড়িয়ে গেছে।


একজন বেনামি ক্রেতা এই বিপুল পরিমাণ দাম দিয়ে টুপিটি কিনে নেন। ২০১৪ সালে নেপোলিয়নের আরেকটি টুপি বিক্রি হয়েছিল ১৮ লাখ ৮৪ হাজার ইউরোতে। যেটি এতোদিন সর্বোচ্চ ছিল।


ওসেনাট নিলাম ঘরের প্রধান জিন-পিয়েরে ওসেনাট বলেছেন, যারা নেপোলিয়নিক স্মৃতিচিহ্নগুলি সংগ্রহ করেন তারা এই টুপিকে পবিত্র বলে মনে করেন। তার ব্যবহৃত ২০টি টুপির মধ্যে ১৫টি যাদুঘরে রাখা হয়েছে। প্রায় ৪ বা ৫টি সংগ্রহকারীদের হাতে রয়েছে।


ফরাসি অফিসাররা প্রথাগতভাবে তাদের টুপি পরতেন সামনের দিকে মুখ করে। তবে নেপোলিয়ন পরতেন তার কাঁধের দিকে নির্দেশ করে। এর ফলে যুদ্ধের সময় সৈন্যদের পক্ষে সামরিক জেনারেল এবং রাষ্ট্রনায়ককে চিহ্নিত করা সহজ হতো।


ইতিহাসবিদের মতে, টুপি ছিল নেপোলিয়ানের ‘ট্রেডমার্ক’ পোশাক। যুদ্ধের ময়দান কিংবা সেনা বা জনসমাবেশ- এই টুপি পড়া দেখলেই চেনা যেতো ব্যক্তিটি নেপোলিয়ান। তার এমন প্রায় ১২০টি টুপি ছিল। এর মধ্যে এখন রয়েছে মাত্র ২০টি। যেগুলোর প্রায় সবই ব্যক্তিগত সংগ্রহে আছে।


সূত্র: দ্য গার্ডিয়ান


বিবার্তা/মাসুদ/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com