
ইসরায়েলি ব্যবসায়ীর মালিকানাধীন জাহাজ আটকের একদিন পর ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ইসরায়েলের আরও জাহাজ আটকের হুমকি দিয়েছে। সশস্ত্র এ গোষ্ঠী হুঁশিয়ারির সুরে বলেছে, ইসরায়েলি জাহাজ তাদের জন্য ‘বৈধ লক্ষ্যবস্তু।’ শিপিং ডেটা ও ব্রিটিশ মেরিটাইম কোম্পানি আম্ব্রের সূত্রে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এর আগে রবিবার (১৯ নভেম্বর) লোহিত সাগরে ২৫ জন ক্রুসহ গ্যালাক্সি লিডার নামের একটি বিশাল বাণিজ্যিক জাহাজ জব্দ করে ইয়েমেনি হুথি বিদ্রোহীরা। তাদের দাবি, জাহাজটির আংশিক মালিক এক ইসরায়েলি ধনকুবের। জাহাজ আটকের পর এ নিয়ে বিশ্বে হৈচৈ পড়ে যায়।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ইসরায়েলি মালিকানাধীন একটি জাহাজ জব্দের পর ভয়ে পথ পাল্টেছে একই কোম্পানির আরও দুটি জাহাজ।
ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি কোম্পানি আম্ব্রে জানিয়েছে, রোববার হুথিদের হাতে গ্যালাক্সি লিডার জব্দের পর লোহিত সাগর এবং এডেন উপসাগর থেকে রে কার ক্যারিয়ারস সম্পর্কিত আরও দুটি জাহাজ তাদের গতিপথ পরিবর্তন করেছে। জাহাজ দুটির নাম গ্লোভিস স্টার এবং হার্মিস লিডার।
জানা যায়, হার্মিস লিডার শ্রীলঙ্কার হাম্বানটোটা থেকে যাত্রা শুরু করেছিল। কিন্তু পরে মুখ ঘুরিয়ে আবার সেদিকেই ফিরে গেছে।
আর লোহিত সাগরে বেশ কয়েক ঘণ্টা ভেসে বেড়িয়েছে গ্লোভিস স্টার। পরে আবারও সে তার যাত্রা শুরু করে।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]