
তাজিকিস্তানে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রাজেশ উই। তিনি শিগগির নতুন কর্মস্থলের দায়িত্ব গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
রাজেশ উই ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত বাংলাদেশে ঢাকার ভারতীয় হাইকমিশনে কাউন্সেলর (রাজনৈতিক ও তথ্য) এবং ২০১৯-২০২০ সাল পর্যন্ত ভিয়েতনামের হ্যানয়ে ভারতীয় দূতাবাসে ডেপুটি চিফ অব মিশন হিসেবে দায়িত্ব পালন করেন।
ভারতের ছত্তিশগড় রাজ্যের বাসিন্দা রাজেশ ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) দিল্লি থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন এবং ২০০৬ সালে ইন্ডিয়ান ফরেন সার্ভিসে যোগদান করেন।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]