যুক্তরাজ্য যুদ্ধ বিরতিতে নয়, মানবিক সহায়তা বন্ধের পক্ষে: ঋষি সুনাক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৩, ১৫:১০
যুক্তরাজ্য যুদ্ধ বিরতিতে নয়, মানবিক সহায়তা বন্ধের পক্ষে: ঋষি সুনাক
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

যুক্তরাজ্য গাজায় মানবিক ত্রাণ সহায়তা সাময়িক বন্ধের পক্ষে কিন্তু যুদ্ধ বিরতিতে নয় বলে জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, গাজায় যুদ্ধ বিরতি হামাসের উপকার করবে। যুক্তরাজ্য ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে।


যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের মুখপাত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।


ঋষি সুনাকের ওই মুখপাত্র বলেছেন, বৃহদাকারে যুদ্ধবিরতি শুধুমাত্র হামাসের সুবিধা বয়ে আনতে সহায়ক হবে।


মানবিক সহায়তার বিরতির বিষয়ে তিনি বলেন, এটি সাময়িক বিরতি, যার অর্থ হলো সুযোগ-সুবিধা সীমিত করা। এটি কার্যকরী হাতিয়ার হতে পারে।


এদিকে, ৭ অক্টোবর ইসরায়েলে হামাসে হামলা শূন্য থেকে হয়নি। ৫৬ বছর ধরে ফিলিস্তিনের জনগণ দখলদারিত্বের শিকার হয়েছে। তাঁরা দেখেছে কীভাবে নিজেদের ভূখণ্ড গ্রাস করা হয়েছে এবং তাঁদের বাস্ত্যুচ্যুত করা হয়েছে। তাঁদের দুর্দশার রাজনৈতিক সমাধানের আশা লোপ পেয়েছে।- জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের এ বক্তব্য প্রত্যাখ্যান করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।


এ বিষয়ে ঋষি সুনাকের মুখপাত্র বলেছেন, অবশ্যই আমরা এ ধরণের মতের সঙ্গে একমত নই। আমরা স্পষ্টভাবে হামাসের বর্বর সন্ত্রাসী হামলার বিপক্ষে। এ হামলা ঘৃণা এবং একটি আদর্শ থেকে চালানো হয়েছে। যার কোন যৌক্তিকতা নেই।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com