জ্বালানি সঙ্কটে পাকিস্তানের সরকারি বিমান সংস্থার ২৬ ফ্লাইট বাতিল
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৩, ১৮:১৫
জ্বালানি সঙ্কটে পাকিস্তানের সরকারি বিমান সংস্থার ২৬ ফ্লাইট বাতিল
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

জ্বালানি তেল না থাকায় পাকিস্তানের রাষ্ট্রীয় এয়ারলাইন্স এর ২৬টি ফ্লাইট বাতিল করতে হয়েছে। দেশটির সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।


এই ফ্লাইটগুলোর সবই করাচি, লাহোর, ইসলামাবাদ, কোয়েটা, বাহাওয়ালপুর, মুলতান, গাওদার এবং অন্যান্য শহরের। ফ্লাইট বাতিলের কারণে যেসব যাত্রী ভোগান্তিতে পড়েছেন, তাদের জন্য অবশ্য অন্য বিমান সংস্থার ফ্লাইটের ব্যবস্থা করেছে পিটিআই।


জ্বালানি তেলের বকেয়া মূল্য পরিশোধ করতে না পারায় গত মঙ্গলবার থেকে পিআইএকে তেল সরবরাহ বন্ধ করে দিয়েছে পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত তেল সরবরাহ কোম্পানি পাকিস্তান স্টেটস অয়েল (পিএসও)। তাই ফ্লাইট কাটছাঁটে বাধ্য হয়েছে পিআইএ। সংবাদমাধ্যম জিও নিউজ এমন তথ্য জানিয়েছেন।


পিআইএর এক মুখপাত্র জিও নিউজকে জানান, অক্টোবরের ২১ ও ২২ তারিখে জ্বালানি তেলের বকেয়া বাবদ মোট ৫০ কোটি রুপি পিএসওকে প্রদান করেছে সরকারি এই বিমান সংস্থাটি, কিন্তু তাতে বকেয়া সম্পূর্ণ পরিশোধ হয়নি।


পিআইএ এর একটি সূত্র জানিয়েছে পিএসও আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার জন্য তেল সরবরাহ করতে রাজি হয়েছে।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com