ইসরায়েলের হামলায় জাতিসংঘের ২৯ কর্মী নিহত
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৩, ১২:২৪
ইসরায়েলের হামলায় জাতিসংঘের ২৯ কর্মী নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

হামাস-ইসরায়েল যুদ্ধ শুরুর পর গাজায় নিজেদের ২৯ কর্মী নিহত হওয়ার খবর জানিয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা-ইউএনআরডব্লিউএ।


এত সহকর্মী নিহতের ঘটনায় তারা ‘হতবাক এবং শোকাহত’ জানিয়ে সংস্থাটির পক্ষ থেকে আরো বলা হয়, “নিহত সহকর্মীদের অর্ধেই শিক্ষক ছিলেন।”


এর আগে সংস্থাটি ১৭ কর্মী নিহত হওয়ার খবর দিয়েছিল।


গত ৭ অক্টোবর হামাসের অতর্কিতে হামলার পর প্রতিশোধ নিতে ওই দিন থেকেই গাজায় তীব্র বিমান হামলা চলাচ্ছে ইসরায়েল।


হামাসের হামলায় ইসরায়েলে ১৪শ’র বেশি মানুষ নিহত হয়। যা দেশটির ইতিহাসে নজিরবিহীন। হামাস ওই দিন ইসরায়েল থেকে আরো দুইশ’র বেশি মানুষকে ধরে নিয়ে যায়। জিম্মিদের মধ্যে ইসরায়েলি ছাড়াও অন্যান্য দেশের নাগরিকরা রয়েছেন।


ইসরায়েল বিমান হামলা শুরু করলে গাজার লাখ লাখ মানুষ বাড়ি ঘর ছেড়ে ইউএনআরডব্লিউএ-র নানান প্রতিষ্ঠানে আশ্রয় নেয়।


ইসরায়েলের হামলায় গাজায় সর্বশেষ ৪,৬৫১ জন নিহত হওয়ার খবর দিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। আহত হয়েছে আরো ১৪ হাজার ২৪৫ জন।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com