শান্তির জন্য যৌথ বিক্ষোভ করলো ইসরায়েল ও ফিলিস্তিনি নারীরা
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৩, ১৬:৪৩
শান্তির জন্য যৌথ বিক্ষোভ করলো ইসরায়েল ও ফিলিস্তিনি নারীরা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ফিলিস্তিন সংকট সমাধানের দাবিতে ফিলিস্তিনের দখলকৃত পশ্চিমতীরে শান্তির জন্যে যৌথ বিক্ষোভ করেছে শত শত ইসরায়েল ও ফিলিস্তিনি নারী ।


বুধবার (৪ অক্টোবর) ‘উইমেন ওয়েজ পিস’ ও ‘উইমেন অব দ্য সান’ নিয়ে গঠিত জোট ‘দ্য এলায়েন্স ফর মিডল ইস্ট পিস’ এই বিক্ষোভ সমাবেশটির আয়োজন করে।


বিক্ষোভকারীরা স্লোগান দিতে থাকে, ‘আমরা শান্তি চাই’। অনেকে সাদা পোশাক পরিধান করে বিক্ষোভ র‍্যালিতে এসেছিলেন। প্ল্যাকার্ডে লেখা ছিল– আমাদের শিশুদের হত্যা করা বন্ধ করুন।


‘এলায়েন্স ফর মিডল ইস্ট পিস’ এনজিও’র পরিচালক ও ফিলিস্তিনি মানবাধিকার কর্মী হুদা আবু আরকোয়াব বলেছেন, আমাদের বার্তা হলো আমাদের সন্তানরা মরে যাওয়ার চেয়ে জীবিত থাকুক।


তিনি আরো বলেন, এ প্রথমবারের মতো সম পর্যায়ে ইসরাইল ও ফিলিস্তিনি নারীদের সত্যিকার অংশদারিত্ব আমরা পেয়েছি।


উইমেন ওয়েজ পিসের সমন্বয়কারী পাসকেল শেন বলেন, ইসরাইলি ও ফিলিস্তিনি মায়েদের পক্ষ থেকে একটি যৌথ আহ্বানের উদ্দেশ হলো আমাদের নেতাদের আলোচনার টেবিলে ফিরে যাওয়ার কথা বলা এবং একটি কূটনৈতিক সমাধানে পৌঁছানো।


ইসরায়েলি ও ফিলিস্তিনি নারীদের এই শান্তি সমাবেশ কতটা আশা জাগানিয়া তা বুঝতে হলে আগে ইসরায়েলি আর ফিলিস্তিনিদের দীর্ঘ আট দশকের সংঘাত বিষয়ে বুঝতে হবে।


বিশাল র‍্যালিতে অংশ নেন শত শত নারী। এসময় বিক্ষোভকারীরা ইসরায়েল-ফিলিস্তিন দ্বন্দ্বের শান্তিপূর্ণ সমাধানের দাবি জানান। আলোচনার মাধ্যমে দীর্ঘদিনের এই সংঘাত বন্ধের দাবিও তোলেন। যদিও ইসরায়েলের বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ফিলিস্তিনের সাথে আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন।


উল্লেখ্য, গত বছর থেকে গাজা ও পশ্চিম তীরে আগ্রাসনও কয়েকগুণ বাড়িয়েছে ইসরাইল। চলতি বছর এ পর্যন্ত অন্তত সংঘাতে ২৪৩ ফিলিস্তিনি ও ৩২ ইসরাইলি নিহত হয়েছে।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com