ভারতীয় সেনাদের তাড়ানোর ঘোষণা দিলেন মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৩, ০১:২৫
ভারতীয় সেনাদের তাড়ানোর ঘোষণা দিলেন মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন প্রোগ্রেসিভ পার্টি অব দ্য মালদ্বীপের (পিপিএম) নেতা মোহাম্মদ মইজ্জু। মালদ্বীপের নবনির্বাচিত প্রেসিডেন্ট ও ভারতবিরোধী এই নেতা প্রেসিডেন্ট নির্বাচিত হয়েই জানালেন, দায়িত্ব পাওয়ার প্রথম দিনই ভারতীয় সেনাদের দেশ থেকে তাড়ানোর প্রক্রিয়া শুরু করবেন।


এর আগে নির্বাচনের আগে ইশতেহারে চীনপন্থী নেতা মোহাম্মদ মইজ্জু প্রতিশ্রুতি দিয়েছিলেন, দেশে আর ভারতীয় সেনা রাখবেন না। এবার সেই কথা রাখবেন বলে জানালেন মালদ্বীপের রাজধানী মালের সাবেক এ মেয়র।


সোমবার মালেতে এক সমাবেশে এ কথা বলেন তিনি। খবর হিন্দুস্তান টাইমস।


সমাবেশে মোহাম্মদ মইজ্জু বলেন, মালদ্বীপের মানুষ বিদেশি সেনাদের দেশের ভেতরে থাকতে দেয়ার অনুমতি দিতে চাইছে না।


গত শনিবার মালদ্বীপে দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৫৪ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন বিরোধী দল প্রোগ্রেসিভ পার্টি অব মালদ্বীভসের (পিপিএম) প্রার্থী মোহাম্মদ মইজ্জু। অন্যদিকে ৪৬ দশমিক ২৭ শতাংশ ভোট পেয়েছেন ক্ষমতাসীন প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহ।


মালদ্বীপের রাজধানী মালের মেয়র ছিলেন মোহাম্মদ মইজ্জু। তিনি “ভারতকে বিদায় করো” শ্লোগান দিয়ে নির্বাচনী প্রচার শুরু করেছিলেন। কারণ ক্ষমতাসীন প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহ ভারতপন্থি হিসেবে পরিচিত।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com