
‘৮০ জনের বেশি সৈন্য’ হত্যা করার পর মালির উত্তরাঞ্চলে তুয়ারেগ বিদ্রোহীদের সঙ্গে দেশটির সেনাবাহিনীর ভয়াবহ লড়াই শুরু হয়েছে। বিদ্রোহীরা সেনাবাহিনীর কাছ থেকে বাম্বা শহরের নিয়ন্ত্রণ নিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
বিচ্ছিন্নতাবাদী যোদ্ধারা দেশের কেন্দ্রে ৮০ জনের বেশি সেনা হত্যা করার কথা নিশ্চিত করেছে।
সরকার নিশ্চিত করেছে যে বৃহস্পতিবার মোপ্তি অঞ্চলে একটি সেনা ঘাঁটি লক্ষ্যবস্তু করা হয়েছে, তবে বিস্তারিত কিছু জানায়নি। ২০১৩ সালে মালিতে মোতায়েন করা জাতিসংঘের শান্তিরক্ষীরা জান্তার নির্দেশে প্রত্যাহার করার সময় সহিংসতার উত্থান ঘটে।
২০১৫ সালের শান্তি চুক্তির পতনের পর তুয়ারেগ বিদ্রোহীরা আগস্টে নতুন করে শত্রুতা শুরু করে। ২০২১ সালের ডিসেম্বরে রাশিয়ার ভাগনার গ্রুপের ভাড়াটে সেনাদের মোতায়েন থাকা সত্ত্বেও ইসলামপন্থি বিদ্রোহী গোষ্ঠীগুলোর ক্রমবর্ধমান সহিংসতার সঙ্গে মিলে গেছে।
এর আগে সেপ্টেম্বরে আল-কায়েদার সঙ্গে জড়িত জিহাদিরা বাম্বাতে সেনাবাহিনীকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছিল।
একটি সোশ্যাল মিডিয়া পোস্টে মালির সামরিক বাহিনী বলেছে, রবিবার বাম্বাতে তীব্র সংঘর্ষ শুরু হয়েছিল সকাল ৬টার দিকে। কিন্তু এতে জড়িত বিদ্রোহীদের নাম উল্লেখ করা হয়নি, তাদের শুধু ‘সন্ত্রাসী’ হিসেবে বর্ণনা করা হয়েছে।
কো-অর্ডিনেশন অফ আজাওয়াদ মুভমেন্টসসহ (সিএমএ) তুয়ারেগ গোষ্ঠীগুলোর জোট এক বিবৃতিতে বলেছে, তারা এখন বাম্বার আশেপাশের অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে। তুয়ারেগ বিদ্রোহীরা উত্তর মালির স্বাধীনতা চায়।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]