
কৃষ্ণসাগর নৌবহরের কমান্ডার ভিক্টর সোকোলোভকে ইউক্রেনের হত্যা করার দাবি অস্বীকার করল রাশিয়া। তিনি জীবিত রয়েছেন এবং একটি সম্মেলনে আছেন বলে দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। একটি ভিডিও ফুটেজের ভিত্তিতে মস্কো এই দাবি করে। এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা বিবিসি।
ফুটেজটি কখন ও কোথায় ধারণ করা তা যাচাই করা যায়নি।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কৃষ্ণসাগর নৌবহরের কমান্ডার ভিক্টর সোকোলোভের সঙ্গে জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠকটি হয় গতকাল মঙ্গলবার।
এদিকে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে পুনরায় যুক্ত হতে চাইছে রাশিয়া। পার্শ্ববর্তী দেশ ইউক্রেনে আগ্রাসন চালানোর পর গত এপ্রিলে জেনেভাভিত্তিক এই কাউন্সিল থেকে রাশিয়াকে বহিষ্কার করা হয়।
তবে রাশিয়ার কূটনীতিকেরা তিন বছরের জন্য এই কাউন্সিলের সদস্য হতে চাইছেন। এ জন্য জাতিসংঘের সদস্যদের সুনজর আশা করছে রাশিয়া। কাউন্সিলের সদস্য হতে আগামী মাসে ভোটাভুটি হবে।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]