ভারতের বিরুদ্ধে শিখ নেতা হত্যার প্রমাণ পেয়েছে ফাইভ আইজ
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৪৮
ভারতের বিরুদ্ধে শিখ নেতা হত্যার প্রমাণ পেয়েছে ফাইভ আইজ
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

শিখ নেতা হরদীপ সিং নিজ্জারের হত্যাকাণ্ডের প্রমাণ পেয়েছে পশ্চিমা পাঁচ দেশের (অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র) গঠিত গোয়েন্দা জোট ‘ফাইভ আইজ’। ফাইভ আইজের কাছে থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ডে ভারতের জড়িত থাকার অভিযোগ করেছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।


কানাডার গণমাধ্যম সিটিভি নিউজ নেটওয়ার্কে দেয়া সাক্ষাৎকারে এ তথ্য জানান মার্কিন রাষ্ট্রদূত ডেভিড কোহেন।


ডেভিড কোহেন বলেন, ফাইভ আইজের অংশীদারদের মধ্যে কিছু তথ্য শেয়ার করা হয়েছিল। আর সেসবের সাহায্যেই প্রধানমন্ত্রী (জাস্টিন ট্রুডো) বিবৃতিটি দেন।


সিটিভি নিউজ নেটওয়ার্কের প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার ডেভিড কোহেনের আংশিক মন্তব্য প্রচার করেছিল সিটিভি। যুক্তরাষ্ট্রের দূতের সঙ্গে সম্পূর্ণ সাক্ষাৎকারটি আজ রবিবার প্রচার করা হবে বলে জানানো হয়।


এর আগে গেল বৃহস্পতিবার কানাডীয় কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, হরদীপ হত্যাকাণ্ডে ভারতের জড়িত থাকার অভিযোগ কানাডায় ভারতীয় কূটনীতিকদের নজরদারির ভিত্তিতেই তৈরি করা হয়েছে, যার মধ্যে গোয়েন্দা তথ্য দিয়েছে এক গুরুত্বপূর্ণ মিত্র দেশ। যদিও মিত্র দেশের নাম প্রকাশ করেননি সেই কর্মকর্তা।


ভারতে জন্ম গ্রহণ করা হরদীপ সিং নিজ্জার ২০০৭ সালে কানাডীয় নাগরিক হন। ভ্যাঙ্কুভারের শহরতলি সারের শিখ মন্দিরের বাইরে এ বছরের জুন মাসে তাঁকে গুলি করে হত্যার বহু আগেই ভারত সরকার তাঁকে খুঁজছিল।


তার মৃত্যুর পর ভারত ও কানাডার মধ্যে সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। এই হত্যাকাণ্ডে ভারতের সরাসরি হাত রয়েছে বলে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সরাসরি অভিযোগ করেন।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com