ভারত চাঁদে যাচ্ছে আর পাকিস্তান ভিক্ষা করছে: নওয়াজ
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ২২:২৯
ভারত চাঁদে যাচ্ছে আর পাকিস্তান ভিক্ষা করছে: নওয়াজ
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

অর্থনৈতিক নাজুক পরিস্থিতির জন্য নিজের দেশকেই তুলোধুনো করলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান মুসলিম লীগের নেতা নওয়াজ শরি।


তিনি বলেন, ভারত যখন চাঁদে পৌঁছেছে এবং জি-২০ শীর্ষ সম্মেলনের আয়োজন করেছে, তখন পাকিস্তান বিশ্বের কাছে অর্থ ভিক্ষা করছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের স্বেচ্ছা-নির্বাসিত সাবেক এ প্রধানমন্ত্রী। একই সঙ্গে পাকিস্তানের চলমান অর্থনৈতিক অস্থিতিশীলতার জন্য দেশটির সাবেক সেনা জেনারেল ও বিচারকদের দায়ী করেছেন তিনি।


১৮ সেপ্টেম্বর, সোমবার সন্ধ্যায় লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে লাহোরে অনুষ্ঠিত এক দলীয় সভায় অংশ নেন নওয়াজ শরিফ। সেখানে বক্তব্য দেয়ার সময় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে থাকা পাকিস্তানের অর্থনীতি কার্যত ভেঙে পড়েছে। ঋণ করেই চলছে দেশটি। অর্থনীতির এই বেহাল দশা ঘোচাতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল তথা আইএমএফের কাছ থেকে ঋণ নিচ্ছে দেশটি।


পাকিস্তানের এমন অবস্থা নিয়ে হতাশা প্রকাশ করে নওয়াজ বলেন, আজ যখন ভারত চাঁদে পৌঁছেছে ও জি-২০ সম্মেলনের আয়োজন করছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী তখন দেশে দেশে তহবিল ভিক্ষা করতে যাচ্ছেন। ভারত যে কীর্তি করেছে তা পাকিস্তান কেন অর্জন করতে পারেনি? এখানে এর জন্য কে দায়ী?


দলীয় সভায় ভারতের সঙ্গে তুলনা টেনে নওয়াজ আরও বলেন, অটল বিহারী বাজপেয়ী যখন ভারতের প্রধানমন্ত্রী হন, তখনও ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ মাত্র এক বিলিয়ন ডলার ছিল। কিন্তু এখন তাদের রিজার্ভ ৬০০ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। ভারত আজ কোথায় পৌঁছেছে আর পাকিস্তান কোথায় রয়েছে।


প্রায় ৯ বছর পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন নওয়াজ শরিফ। দেশটির ইতিহাসে সবচেয়ে বেশিদিন ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী তিনি। তবে ২০১৭ সালে ক্ষমতাচ্যুতির পর ২০১৯ সাল থেকে দুর্নীতির দায় ও স্বাস্থ্যগত কারণে যুক্তরাজ্যে রয়েছেন নওয়াজ। সম্প্রতি পাকিস্তানের রাজনৈতিক পট পরিবর্তন হওয়ায় আবারও দেশে ফিরতে যাচ্ছেন তিনি।
প্রায় ৯ বছর পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন নওয়াজ শরিফ। দেশটির ইতিহাসে সবচেয়ে বেশিদিন ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী তিনি। তবে ২০১৭ সালে ক্ষমতাচ্যুতির পর ২০১৯ সাল থেকে দুর্নীতির দায় ও স্বাস্থ্যগত কারণে যুক্তরাজ্যে রয়েছেন নওয়াজ। সম্প্রতি পাকিস্তানের রাজনৈতিক পট পরিবর্তন হওয়ায় আবারও দেশে ফিরতে যাচ্ছেন তিনি।


বিবার্তা/পুলক/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com